AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Digha Weather Update: ঘূর্ণিঝড়ের ফাঁড়া কাটলেও...

Digha Weather Update: ঘূর্ণিঝড়ের ফাঁড়া কাটলেও…

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 17, 2023 | 3:56 PM

Share

ঘূর্ণিঝড়ের ফাঁড়া কেটেছে,জেলায় তবুও সতর্ক প্রশাসন। দিঘার সৈকতে নুলিয়াদের মাইকিং। বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাব কাটলেও উপকূলের দুই ২৪ পরগনা এবং বিশেষ করে পূর্ব মেদিনীপুর জুড়ে সতর্কতা জারি করেছিল হওয়া অফিস ।

ঘূর্ণিঝড়ের ফাঁড়া কেটেছে,জেলায় তবুও সতর্ক প্রশাসন। দিঘার সৈকতে নুলিয়াদের মাইকিং। বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাব কাটলেও উপকূলের দুই ২৪ পরগনা এবং বিশেষ করে পূর্ব মেদিনীপুর জুড়ে সতর্কতা জারি করেছিল হওয়া অফিস । যদিও নিম্নচাপ থাকলেও ঘূর্ণিঝড় এর প্রভাব থেকে মুক্ত বাংলা।

শুক্রবার সকাল থেকেই উপকূল এলাকা জুড়ে সাধারনত মেঘলা আকাশ । আবারো কখনো কখনো বিক্ষিপ্তভাবে বৃষ্টি দেখা গেছে পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গায়। বিশেষ করে উপকূল এলাকায় মধ্যে মধ্যে দমকা হাওয়া দিচ্ছে । আর সমুদ্র কিন্তু উত্তাল রয়েছে পর্যটকদের সমুদ্র স্নানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা রয়েছে এখনো। এত কিছুর মধ্যে নুলিয়ারা তৎপর রয়েছে। গতকালকের মতন আজও চলছে ঘন ঘন মাইকিং। সেই সঙ্গে পর্যটকরা যাতে সমুদ্রে না নামেন লুনিয়ারা বারবার তাদেরকে সতর্ক করছে হ্যান্ড মাইক প্রচারের মাধ্যমে।