Suvendu Adhikari: গভীর রাতে মশাল হাতে পথে শুভেন্দু! তারপর…

|

Jan 11, 2026 | 5:30 PM

Suvendu Adhikari Protest: রাজ্যের বিরোধী দলনেতা কাঠগড়ায় দাঁড় করালেন শাসকশিবিরকে। প্রায় জনা ১৫ 'তৃণমূল আশ্রিত' দুষ্কৃতী তাঁর উপর 'প্রাণঘাতী' হামলা চালিয়েছে বলেই দাবি করলেন তিনি। এরপর গভীর রাতে মশাল মিছিল করে অকুস্থলে গিয়ে ধর্নায় বসেন শুভেন্দু।

পশ্চিম মেদিনীপুর: শনিবার রাত আটটা। চন্দ্রকোনা রোডের উপর শুভেন্দু অধিকারীর গাড়ি লক্ষ্য় করে হামলার চেষ্টার অভিযোগ উঠল। রাজ্যের বিরোধী দলনেতা কাঠগড়ায় দাঁড় করালেন শাসকশিবিরকে। প্রায় জনা ১৫ ‘তৃণমূল আশ্রিত’ দুষ্কৃতী তাঁর উপর ‘প্রাণঘাতী’ হামলা চালিয়েছে বলেই দাবি করলেন তিনি। এরপর গভীর রাতে মশাল মিছিল করে অকুস্থলে গিয়ে ধর্নায় বসেন শুভেন্দু। চন্দ্রকোনার বিট হাউসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা। রাত দেড়টা অবধিই সেখানে চলে অবস্থান-বিক্ষোভ।