Parijayee Pakhi: শীতের শুরুতেই ঝাঁকে ঝাঁকে পাখি

Parijayee Pakhi: শীতের শুরুতেই ঝাঁকে ঝাঁকে পাখি

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 20, 2023 | 4:27 PM

শীতের শুরুতেই ঝাকে ঝাকে উড়ে আসে সারল হাঁস, জল পিপি, ব্রোঞ্জ উইঙ্গেড় সহ নানান প্রজাতির পরিযায় পাখি। পাখি দেখতে জলাশয়ে ভিড় করে পাখিপ্রেমী মানুষজন, জলাশয় ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি স্থানীয়দের।

শীতের শুরুতেই ঝাকে ঝাকে উড়ে আসে সারল হাঁস, জল পিপি, ব্রোঞ্জ উইঙ্গেড় সহ নানান প্রজাতির পরিযায় পাখি। পাখি দেখতে জলাশয়ে ভিড় করে পাখিপ্রেমী মানুষজন, জলাশয় ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি স্থানীয়দের। অন্যান্য বছরের ন্যায় এ বছরও শীতের শুরুতেই ভিন দেশ থেকে উড়ে এসে ঘাটাল পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড হরিসিংহপুরের জলাশয়ে ভিড় জমায় পরিযায় পাখির দল।

শীত পড়তেই ঘাটালের জলাশয়ে আসতে শুরু করেছে পাখিরা। এলাকার বাসিন্দাদের মন আনন্দে ভরে উঠেছে তাদের দাবি শীতের কয়েকটি মাস এই পাখিদের কলরবেই তাদের ঘুম ভাঙে আবার দিনের শেষে কিচিরমিচির আওয়াজ করে উড়ে যাই ওরা। তবে এলাকাবাসীর অভিযোগ প্রশাসনের পক্ষ থেকে কোনই ব্যবস্থা নেয়া হয়নি এই পরিযায়ীদের জন্য। এলাকাবাসীরা নিজেরাই পাহারা দেন যাতে পাখিদের কেউ বিরক্ত না করে। এলাকাবাসীর দাবি বহুদূরান্ত থেকে মানুষ আসেন এই পাখি দেখতে, তাই এই জলাশয় ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি তুলছেন স্থায়ী বাসিন্দারা।