SIR: শুনানিতে ডাক পেলেন শশী, দেখালেন কাগজ
Sasi Panja: তিনি টিভি ৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "আমার ২০০২ সালের তালিকায় নাম রয়েছে। তবে, নির্বাচন কমিশন হুড়োহুড়ি করে এসআইআর-এর কাজ করছে। সেই কারণে অ্যাপে রয়েছে প্রচুর গলদ। এই কারণে দেখা গেল, ২০০২ সালের তালিকায় নাম থাকলেও আমার নাম অ্যাপে নেই। তারা হয়ত ভেবেছেন আলাদাভাবে আমার শুনানি করে দেবেন।"
SIR শুনানিতে নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা (Sasi Panja)-কে ডাক। রবিবার দুপুরে শুনানিতে যাবেন মন্ত্রী। ২০০২ এর তালিকায় নাম থাকা সত্ত্বেও তাঁকে ডাকা হয়েছে। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। এর আগে অর্মত্য সেনকে শুনানির নোটিস পাঠানো হয়েছিল। এমনকী, সাংসদ দীপক অধিকারীও পেয়েছিলেন এই নোটিস। এরপর রাজ্যের মন্ত্রী শশী পাঁজাকে শুনানিতে ডেকে পাঠানো হয়েছে। তিনি টিভি ৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “আমার ২০০২ সালের তালিকায় নাম রয়েছে। তবে, নির্বাচন কমিশন হুড়োহুড়ি করে এসআইআর-এর কাজ করছে। সেই কারণে অ্যাপে রয়েছে প্রচুর গলদ। এই কারণে দেখা গেল, ২০০২ সালের তালিকায় নাম থাকলেও আমার নাম অ্যাপে নেই। তারা হয়ত ভেবেছেন আলাদাভাবে আমার শুনানি করে দেবেন। কিন্তু আমি নিজেই বলেছি, অন্য সাধারণ মানুষ যেভাবে লাইনে দাঁড়িয়ে শুনানিতে যান, কাজ সম্পন্ন করেন আমিও সেই একইভাবে কাজ করব। লজিক্যাল ডিক্রিপেন্সির জন্য খুবই তো হেনস্থা হচ্ছে। এর জন্য কমিশন দায়ী।”