Shashi Panja: বুঝতে পারছেন কী বলছেন শশী পাঁজা?
বাংলায় বিয়ে হয়েছে ঠিক কথা। কিন্তু বাবা-মায়ের দক্ষিণ ভারত যোগ শশীকে শিখিয়েছে তেলেগু।
ভানাক্কাম বলে যদি কেউ ভাষণ শুরু করেন এখানে তাহলে নিশ্চয়ই অবাক হবেন? ঠিক তেমনই অবাক হয়েছিলেন সেইসব মানুষ, যাঁদের সামনে শশী পাঁজা খাঁটি দক্ষিণী ভাষায় অনর্গল কথা বলেছিলেন। যস্মিন দেশে যদাচার। যে দেশে যেমন সে দেশে তেমন। অন্য ভাষাভাষী মানুষ জন যদি আপনার ভাষায় দুটো কথা বলেন, খুশি হন না কি? অবশ্য শশী পাঁজা পারিবারিক সূত্রে তেলেগু যোগাযোগ ছিল। বাংলায় বিয়ে হয়েছে ঠিক কথা। কিন্তু বাবা-মায়ের দক্ষিণ ভারত যোগ শশীকে শিখিয়েছে তেলেগু। তবে খুব কম লোকই জানেন এ কথা। আর তাই বাংলার দক্ষিণী সমাজ একথা টের পেয়ে আনন্দিত হয়েছে। সরাসরি দক্ষিণ ভারত থেকে এবার আমন্ত্রণ পেয়েছেন সেখানকার বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হওয়ার। কিছুদিন আগে আম্মা মমতা দেওয়াল লিখন ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। শশী পাঁজা জানাচ্ছেন দক্ষিণে দিদির প্রচার করতে হলে অবশ্যই সেদেশের ভাষাতেই হবে। আর সেক্ষেত্রে তিনি যে বড় ভূমিকা নেবেন তা বলাই বাহুল্য।