Mist Fan Video: এই ফ্যান ঠান্ডা জল স্প্রে করে!

Mist Fan Video: এই ফ্যান ঠান্ডা জল স্প্রে করে!

আসাদ মল্লিক

|

Updated on: Apr 09, 2023 | 2:56 PM

Mist Fan Video: এই ফ্যান ঠান্ডা জল স্প্রে করে!

গরম পড়তে না পড়তেই বাজারে AC-র চাহিদা ব্যাপক হারে বেড়ে যায়। যদি নতুন FAN কেনার চিন্তাভাবনা করেন,তাহলে এই Mist FANটি দেখতে পারেন। Mist FAN আপনি অনলাইনেই ক্রয় করতে পারেন। তার জন্য আপনাকে India Mart থেকে এটি অর্ডার করতে হবে। এই ফ্যানের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল, এটি আপনার উদ্দেশ্যে ঠান্ডা জল স্প্রে করতে সক্ষম হবে। সেই সঙ্গেই আবার ঠান্ডা হাওয়ায় আপনার বাড়ির পরিবেশটা কনেকনে করে দেবে। ২৬ ইঞ্চির এই মিস্ট ফ্যান কেনার জন্য আপনাকে ১৬,০০০ টাকা খরচ করতে হবে। এই পাখা দীর্ঘ সময়ের জন্য টেকসই হতে পারে। এর ভিতরে রয়েছে ১০০% কপার মোটর। পাখার স্পিড নিয়েও আপনাকে এক ফোঁটাও চিন্তা করতে হবে না। White Mist Fan এর দাম মাত্র ৯,৫০০ টাকা। সাদা রঙের হওয়ার ফলে এই ফ্যান দেখতে খুবই সুন্দর,তার ডিজ়াইনও অনন্য। এই মিস্ট ফ্যানের হাইট ৬ ফুট পর্যন্ত হয়। এটিও ঠান্ডা জল স্প্রে করে আপনার ঘর ঠান্ডা করবে। তবে তার জন্য এই ফ্যানের ভিতরে আপনাকে জলও ভরতে হবে। Mist Fan-এর দাম ১২,০০০ টাকা যার উচ্চতা ৭ ফুট। যাঁরা একটু উচ্চতা থেকে হাওয়া খেতে পছন্দ করেন,তাঁদের জন্য এই ফ্যানের বিকল্প নেই। এই ফ্যান আপনার বিদ্যুৎ বিলও অনেকটাই সাশ্রয় করতে পারে।

Published on: Apr 09, 2023 02:56 PM