AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bad Boy 2023: এবার পর্দায় আসতে চলেছে মিঠুনের 'ব্যাড বয়'

Bad Boy 2023: এবার পর্দায় আসতে চলেছে মিঠুনের ‘ব্যাড বয়’

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Apr 25, 2023 | 5:38 PM

Share

২৮ বছর পর এবার বলিউড পেতে চলেছে ব্যাড বয়। বলিউডের নতুন ফিল্ম। নামের থেকেও বেশি আলোচনা ফিল্মের নায়ককে নিয়ে। নাম নামাসি চক্রবর্তী। তাঁর অভিষেক নিয়ে বলিউড সরগরম। কারন, তিনি সুপারস্টার মিঠুন চক্রবর্তীর পুত্র। বলিউডে একের পর হিট ফিল্ম উপহার দেওয়া পরিচালক রাজকুমার সন্তোষীর হাত ধরে বলিউডে অভিষেক হচ্ছে মিঠুন পুত্রের

মাইকেল বে পরিচালিত বিখ্যাত হলিউড ফিল্ম ব্যাড বয়েজের সঙ্গে এর কোনও মিল নেই। উইল স্মিথ, মার্টিন লরেন্স অভিনীত সেই ব্যাড বয় মুক্তি পেয়েছিল ১৯৯৫ সালে। যেখানে মিয়ামির পুলিশের ভূমিকায় ছিলেন এই দুই হলিউড সুপারস্টার। ২৮ বছর পর এবার বলিউড পেতে চলেছে ব্যাড বয়। বলিউডের নতুন ফিল্ম। নামের থেকেও বেশি আলোচনা ফিল্মের নায়ককে নিয়ে। নাম নামাসি চক্রবর্তী। তাঁর অভিষেক নিয়ে বলিউড সরগরম। কারন, তিনি সুপারস্টার মিঠুন চক্রবর্তীর পুত্র। বলিউডে একের পর হিট ফিল্ম উপহার দেওয়া পরিচালক রাজকুমার সন্তোষীর হাত ধরে বলিউডে অভিষেক হচ্ছে মিঠুন পুত্রের। নামাসি চক্রবর্তীর বিপরীতে রয়েছেন আমরিন কুরেসি। ফিল্মের মিউজিকের দায়িত্বে হিমেশ রেশামিয়া। আর নতুন ফিল্ম ‘ব্যাড বয়’প্রমোশনে মুম্বইয়ে ছিল চাঁদের হাট। মিঠুন চক্রবর্তী থেকে সুনীল শেট্টি। জ্যাকি শ্রফ থেকে গুলশন গ্রোভার। কে নেই সেই সন্ধেয়। এদিন এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন ভারতী সিং ও হর্ষ।