Momos Side Effect: মোমোতে বাড়বে রক্তচাপ!
রোজ রোজ মোমো স্বাস্থ্যের জন্য ভাল নয়। বিশেষজ্ঞদের মতে মোমো খেলে শরীরের ক্ষতি হতে পারে। মোমো বানাতে ব্যবহার করা হয় ময়দা। ময়দা খেলে বেড়ে যায় সুগার। এমনকি কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দেখা যায়। অনেকেই ফ্রায়েড মোমো খেতে খুব পছন্দ করেন। ফ্রায়েড মোমো খেলে কোলেস্টেরলের সমস্যা হতে পারে।
রোজ রোজ মোমো স্বাস্থ্যের জন্য ভাল নয়। বিশেষজ্ঞদের মতে মোমো খেলে শরীরের ক্ষতি হতে পারে। মোমো বানাতে ব্যবহার করা হয় ময়দা। ময়দা খেলে বেড়ে যায় সুগার। এমনকি কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দেখা যায়। অনেক সময় দেখা যায় মোমোর স্যুপের জন্য অপরিষ্কার জল ব্যবহার করা হয়। এই জন্য শরীরে জীবাণু প্রবেশ করতে পারে । সেখান থেকে বমি ও পেট খারাপের সমস্যা দেখা দিতে পারে । বিভিন্ন সবজি দিয়ে তৈরি হয় ভেজ মোমো। কিন্তু সেই সবজি ভাল করে পরিষ্কার না করলে,হতে পারে নানা রোগ । মোমোর সঙ্গে যে সস দেওয়া হয় তা শরীরের জন্য ভাল না। সেই সসে আছে অনেক বেশি সোডিয়াম। এই সোডিয়াম শরীরে প্রবেশ করলে বাড়তে পারে রক্তচাপ। রক্তচাপ বাড়লে কিডনি, হার্ট ও চোখে নানা সমস্যা হতে পারে । অনেকেই ফ্রায়েড মোমো খেতে খুব পছন্দ করেন। ফ্রায়েড মোমো খেলে কোলেস্টেরলের সমস্যা হতে পারে।
Latest Videos