Paschim Medinipur Fraud News: সাধুবাবার প্রতারণা
ঘটের মধ্যে দশ হাজার টাকা রেখে পুজো করলে সংসারের মঙ্গল হবে। সাধু বাবার খপ্পরে পড়ে দশ হাজার করে টাকা খোয়ালেন একাধিক গ্রামবাসী।অবশেষে প্রতারিত হয়ে পুলিশের দ্বারস্থ পরিবারগুলি।
ঘটের মধ্যে দশ হাজার টাকা রেখে পুজো করলে সংসারের মঙ্গল হবে। সাধু বাবার খপ্পরে পড়ে দশ হাজার করে টাকা খোয়ালেন একাধিক গ্রামবাসী।অবশেষে প্রতারিত হয়ে পুলিশের দ্বারস্থ পরিবারগুলি। এমনকি অনেক ব্যাক্তিকে ভুল বুঝিয়ে নগদ টাকাও হাতিয়েছেন তিনি। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার ঘাটাল, দাসপুর ও চন্দ্রকোনা বিভিন্ন এলাকায়। জানা যায় ঘাটাল থানার রাধানগর গ্রামের দাসপাড়ায় হঠাৎ একদিন এক সাধু বাবার আবির্ভাব। সাধু বাবা নিজেকে নদীয়ার মায়াপুর থেকে এসেছি বলে দাবি করে। গ্রামের এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেয়।
কয়েকদিনের মধ্যেই গ্রামবাসীদের বিশ্বাস অর্জন করে এবং গ্রামের মানুষজনের হাত দেখে বলে গ্রামের প্রত্যেকটি পরিবারের সবারই কিছু না কিছু সমস্যা রয়েছে। যার কারনে সংসারে নিত্যদিন লেগেই থাকে ঝগড়া অশান্তি। বাড়ির মধ্যে পুজোযোগ্য করলে সব ঠিক হয়ে যাবে। সাধু বাবার কথা মতো পাড়ার এক ব্যাক্তির বাড়িতে পুজো ও যোগ্য শুরু করা হয়। আর ঘটের মধ্যে প্রত্যেকটি পরিবার তরফ থেকে দশ হাজার করে টাকা রেখে শুরু হয় পুজো। পুজো শেষে সাধু বাবা বলেন ২১ দিন ছোঁয়া চলবে না এই ঘট। আর তার কয়েকদিন পরে সাধু বাবা পাশের গ্রাম থেকে ঘুরে আসা কথা বলে চম্পট দেয়।
তারপর গ্রামে আর ফেরেনি ওই সাধু বাবা। গ্রামবাসীদের সন্দেহ হলে তারা ঘট খুলে দেখে টাকা নেই শুধু ঘট পড়ে রয়েছে। তারপরই হইচই পড়ে যায় পুরো গ্রামে। গ্রামবাসীরা বুঝতে পারে তারা ভন্ড সাধু বাবার খপ্পরে পড়ে প্রতারিত হয়েছে। ঘাটাল থানার রাধানগর গ্রামের দাসপাড়া এলাকার মনসা দাশ, লালু দাস, সুনীল দাস ছাড়াও ওই সাধু বাবা চন্দ্রকোনা থানার ঝাঁকরা, কেচকাকাপুর গ্রামের বেশ কিছু মানুষকে প্রতারিত করেছেন। ঘাটাল মহকুমার বিভিন্ন গ্রামে গিয়ে ঘটের মধ্যে টাকা রেখে পুজো করার নামে প্রতারণা করেছে। ইতিমধ্যে ঘাটাল থানা এলাকার বেশ কিছু প্রতারিত হয়ে ঘাটাল থানায় লিখিত আকারে অভিযোগ জানিয়েছেন। প্রতারিত পরিবারের সদস্যরা জানাচ্ছে আমাদের সাথে যা হয়েছে হয়েছে পরবর্তীকালে এমন ঘটনা যেন আর না ঘটে, মানুষ ওই ভন্ড সাধু বাবার ফাঁদে না পড়ে। অভিযোগ পেয়ে ওই সাধুর খোঁজ চালাচ্ছে ঘাটাল থানার পুলিশ।

