Jalpaiguri Snake Rescue: বেড়া ফুটো করে…
এশিয়ার বিষাক্ত তম সাপ WALLS KRAIT উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি মন্ডল ঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দাস পাড়া এলাকায়। স্থানীয় সুত্রে জানা গেছে রাতের খাওয়া সারবেন বলে প্রস্তুতি নিচ্ছিলেন স্থানীয় এক পরিবারের সদস্যরা।
এশিয়ার বিষাক্ত তম সাপ WALLS KRAIT উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি মন্ডল ঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দাস পাড়া এলাকায়। স্থানীয় সুত্রে জানা গেছে রাতের খাওয়া সারবেন বলে প্রস্তুতি নিচ্ছিলেন স্থানীয় এক পরিবারের সদস্যরা। আচমকাই তারা দেখতে পান একটি বড়সড় সাইজের দাঁড়াস সাপের মতো একটি সাপ ঘরের বেড়ার ফুটো দিয়ে মুখ বের করে জিভ নাড়ছে। সাথে সাথে তারা খবর দেন ওয়াইল্ড লিফ নামক পরিবেশ প্রেমী সংস্থাকে।
খবর পেয়ে সংস্থার সম্পাদক দেবার্ঘ্য রক্ষিত এক সদস্যকে নিয়ে ওই বাড়িতে যান। এরপর টর্চ লাইট জ্বালিয়ে আলো ফেলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় তার। তিনি দেখতে পান এটি একটি ওয়ালস ক্রেইট সাপ। এরপর যথেষ্ট সতর্কতা অবলম্বন করে বেশ কিছুক্ষণের চেষ্টায় অক্ষত অবস্থায় সাপটিকে উদ্ধার করেন।দেবার্ঘ্য রক্ষিত জানান এই সাপটি WALLS KRAIT, বাংলায় একে সিন্ধু কালাজ বলা হয়। এই সাপ এশিয়ার সবচেয়ে বিষাক্ততম সাপ। আর এই সাপকেই মানুষ নির্বিষ সাপ দাঁড়াস ভেবে ভুল করে থাকে। এর তীব্র বিষ। ছোবল দিলে দাগ কিছুক্ষণের মধ্যেই মিলিয়ে যায়। যার ফলে এই সাপে কাটা রোগীকে চিকিৎসা দিতে সমস্যায় পড়ে যান চিকিৎসকেরা। তিনি আরও বলেন সাপটিকে উদ্ধার করে তারা বনদপ্তরে খবর দিয়েছেন। এবার বনদপ্তর যেইভাবে সাপটিকে ছাড়তে বলবেন সেইভাবে সাপটিকে প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে।