Hindu Population in World: পৃথিবীর কোথায় কত হিন্দু?
ভারতীয় উপমহাদেশ ছাড়াও দুনিয়া জুড়ে ছড়িয়ে আছে হিন্দুরা। জানেন ভারত ছাড়া কোন দেশে সর্বাধিক হিন্দু ধর্মাবলম্বীর বাস? সাম্প্রতিক একটি সমীক্ষা জানাচ্ছে গত কয়েক বছরে সারা দুনিয়ায় হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যা বেড়েছে। পশ্চিমী দেশের মধ্যে সর্বাধিক হিন্দুর বাস ব্রিটিশ দ্বীপপুঞ্জে।
ভারতীয় উপমহাদেশ ছাড়াও দুনিয়া জুড়ে ছড়িয়ে আছে হিন্দুরা। জানেন ভারত ছাড়া কোন দেশে সর্বাধিক হিন্দু ধর্মাবলম্বীর বাস? সাম্প্রতিক একটি সমীক্ষা জানাচ্ছে গত কয়েক বছরে সারা দুনিয়ায় হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যা বেড়েছে। পশ্চিমী দেশের মধ্যে সর্বাধিক হিন্দুর বাস ব্রিটিশ দ্বীপপুঞ্জে। ব্রিটেনে হিন্দু জনসংখ্যা ৮,৯৯,৯৪৫। মোট জনসংখ্যার ১.৩% হিন্দু । ঋষি সুনক ব্রিটেনের প্রধানমন্ত্রী হবার পর ব্রিটেনে হিন্দু অনুষ্ঠান পালন বেড়েছে। ব্রিটেনে হিন্দু পূজাপাঠ, দোল, দুর্গোৎসব, দীপাবলি, রথযাত্রা পালিত হয় ধুমধাম করে। আমেরিকা ও কানাডায় থাকেন প্রচুর ভারতীয় তার মধ্যে অনেকেই হিন্দু। মার্কিন মুলুকে হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা ২০.৩৩ লক্ষ। আমেরিকার হোয়াইট হাউস দীপাবলিতে আলোর মালায় সেজে ওঠে। আগে একমাত্র হিন্দু রাষ্ট্র ছিল নেপাল। বর্তমানে নেপাল ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। নেপালে হিন্দুর সংখ্য়া ২.৪২ কোটি। বাংলাদেশে হিন্দু থাকেন দেড় কোটি। ইন্দোনেশিয়ায় হিন্দুর সংখ্যা ৪৮.৩৮ লাখ। পাকিস্তানে থাকেন ৪৪.৭৪ লাখ হিন্দু। শ্রীলঙ্কায় থাকেন ৩০ লাখ হিন্দু। বিশ্বে সর্বাধিক হিন্দুর বাস ভারতে। ১১৪,৫৪,৯৫,৩৩৫ হিন্দু থাকে আসমুদ্র হিমাচলে।