AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Purba Medinipur News: সোজা খালে মা, শিশু—হাড়হিম করা ভিডিও

Purba Medinipur News: সোজা খালে মা, শিশু—হাড়হিম করা ভিডিও

TV9 Bangla Digital

| Edited By: আসাদ মল্লিক

Updated on: Oct 13, 2023 | 8:48 PM

Share

পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার,গতকাল বাজার এলাকার নাসা খালের উপরের ঘটনা। জানা যায়, এই খালের উপর নির্মিত কংক্রিটের ব্রিজটি বহু পুরানো। দীর্ঘদিন ধরেই ব্রিজের দুপাশে লোহার তৈরি রেলিং নষ্ট হয়ে গিয়েছে।

পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার,গতকাল বাজার এলাকার নাসা খালের উপরের ঘটনা। জানা যায়, এই খালের উপর নির্মিত  কংক্রিটের ব্রিজটি বহু পুরানো। দীর্ঘদিন ধরেই ব্রিজের দুপাশে লোহার তৈরি রেলিং নষ্ট হয়ে গিয়েছে। খোলা ব্রিজের ওপর দিয়েই অবাধে যাতায়াত করেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসন দেখেও উদাসীন রয়েছেন।

কোনভাবেই ব্রিজের দুপাশ ঘেরার ব্যবস্থা করেননি। পলে অবাধেই ওই এই খোলা ব্রিজের উপর দিয়ে চলত মানুষের যাতায়াত। গতকাল দুপুরে সেই ব্রিজের উপর দিয়েই যাচ্ছিলেন সাইকেল আরোহী স্থানীয় এক মহিলা এবং তার দু’বছরের শিশু। কিছু বুঝে ওঠা মাত্রই নিয়ন্ত্রণ হারিয়ে ওপর থেকেই ব্রিজের নিচে থাকা অথৈ জলে পড়ে যায় মা ও দুবছরের শিশুটি। জলের মধ্যে হাবুডুবু খেতে থাকেন মা ও শিশু । পরে পাশে থাকা স্থানীয় বাসিন্দারা ব্রীজ থেকে ঝাঁপ দেয় ওই খালের ওপর।

কোনক্রমে ডুবন্ত শিশু ও মা কে উদ্ধার করেন তারা। স্থানীয় এক ডাক্তার বাবুর সহযোগিতায় প্রাথমিক চিকিৎসা করানো হয় মা ও শিশুটি কে। বর্তমানে তারা দুজনেই সুস্থ রয়েছেন। তবে দুশ্চিন্তা কাটছে না ওই এলাকার বাসিন্দাদের কারণ রাত হোক বা দিন এভাবেই বিপদ হাতে নিয়ে পারাপার করেন তারা। এলাকার মানুষ চাইছেন এই ধরনের ভয়ঙ্কর দৃশ্য থেকে মুক্তি পেতে দ্রুত ব্রিজ সারানোর ব্যবস্থা নেওয়া হোক প্রশাসনের পক্ষ থেকে এমনি দাবি উঠেছে।। তা নাহলে আবারো এই ধরনের ভয়াবহ বিপদের সম্মুখীন হতে হবে ওই এলাকার বাসিন্দাদের

Published on: Oct 13, 2023 08:40 PM