Mount  Kailash: জেনে নিন কৈলাস পর্বতের রহস্য!

Mount Kailash: জেনে নিন কৈলাস পর্বতের রহস্য!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: May 30, 2023 | 8:18 PM

কৈলাস পর্বতে অনেকেই ঘুরতে যান। অনেকেই মনে করেন এই পর্বতে শিব-পার্বতী থাকেন। এই পর্বত ঘিরে একাধিক রহস্য আছে।

কৈলাস পর্বতে অনেকেই ঘুরতে যান। অনেকেই মনে করেন এই পর্বতে শিব-পার্বতী থাকেন। এই পর্বত ঘিরে একাধিক রহস্য আছে। এই পর্বত পৃথিবীর ৪ ধর্মের কেন্দ্রস্থল। ৬,৬০০ মিটার উচ্চতা এই পর্বতের। মাউন্ট এভারেস্টের উচ্চতা এই পর্বতের থেকে বেশি। অনেকেই মাউন্ট এভারেস্টের চূড়াতে পৌঁছতে পেরেছেন। কিন্তু এই পর্বতে কেউ পৌঁছতে পারেনি। কৈলাস পর্বতের চূড়াতে ওঠা বারণ। এক ভিক্ষু এই পর্বতের চূড়ায় ওঠেন একাদশ শতকে। তিনি সেখান থেকে ফিরে আসার কাহিনি কাউকে বলেননি। সেই থেকে আজও রহস্য থেকে গেছে। কৈলাস পর্বত থেকে উৎপন্ন হয় ৪টি নদী। সেই নদীগুলো হল সিন্ধু, করনালী,শতদ্রু,ব্রহ্মপুত্র।এখান থেকেই একাধিক নদী প্রবাহিত হয়েছে। কৈলাসের পূর্বে আছে অশ্বমুখ। কৈলাসের উত্তরে আছে সিংহ মুখ। কৈলাসের পশ্চিমে আছে হস্তিমুখ। কৈলাসের দক্ষিণে আছে ময়ূরের মুখ। কৈলাস পর্বতের কাছে এলে একটা ধ্বনি শুনতে পারবেন। এই শব্দ বরফ গলার শব্দ বলে মনে করা হয়। প্রাচীন ধর্ম মতে এই পর্বত সেতুর কাজ করে স্বর্গ এবং পৃথিবীর মধ্যে। এই পথ দিয়ে একমাত্র যুধিষ্ঠির স্বর্গে পৌঁছে ছিলেন। কৈলাস পর্বতের বরফে দেখা যায় ওম চিহ্ন।