Serampore Recruitment Scam: পুরসভায় চাকরি, ফাঁদে পড়েননি তো?

Serampore Recruitment Scam: পুরসভায় চাকরি, ফাঁদে পড়েননি তো?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 11, 2023 | 6:41 PM

পুরসভায় চাকরি দেওয়ার নাম করে ফেসবুকে ভুয়ো বিজ্ঞাপন,ট্রেনিং এর নাম করে টাকা তোলার অভিযোগ, শ্রীরামপুরে গ্রেফতার চার যুবক। শ্রীরামপুর পুরসভায় চাকরি দেওয়া হবে,গতকয়েকদিন আগে এমন একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছিল ফেসবুকে।

পুরসভায় চাকরি দেওয়ার নাম করে ফেসবুকে ভুয়ো বিজ্ঞাপন,ট্রেনিং এর নাম করে টাকা তোলার অভিযোগ, শ্রীরামপুরে গ্রেফতার চার যুবক। শ্রীরামপুর পুরসভায় চাকরি দেওয়া হবে,গতকয়েকদিন আগে এমন একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছিল ফেসবুকে। শুধু তাই নয়,পুরসভার একটি হল ভাড়া নিয়ে সেখানে নিয়োগ প্রার্থী দের ফর্ম ফিলাপ করানো হয়। সেখানে চাকরি প্রার্থীরা আসেন।তাদের ট্রেনিং দেওয়া হবে বলা হয়।ফর্ম ফিলাপ ও ট্রেনিং এর জন্য টাকাও নেওয়া হয়। গতকাল এই খবর চাউর হতেই নড়েচড়ে বসে পুরসভা। পুরসভার পক্ষ থেকে সেই বিজ্ঞাপন সহ থানায় এফ আই আর দায়ের করা হয়। শ্রীরামপুর পুরসভার হলে এই কাজ চলার সময় চার যুবককে গ্রেফতার করে শ্রীরামপুর থানার পুলিশ।ধৃতরা হল,সুজিত সিং,সৈকত মন্ডল,সুমিত হালদার ও মৈনাক চট্টোপাধ্যায়।ধৃতদের মধ্যে একজন বালি, ও দুই জন সিঙ্গুর ও একজন হরিপাল এলাকার বাসিন্দা। পুলিশ সুত্রে খবর,ধৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। ধৃতদের আজ শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। চাকরি দেওয়ার কোনও বিজ্ঞাপন বা নোটিশ পুরসভার তরফে দেওয়া হয়নি বলে জানান পুরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা। ধৃতরা কেন এই কাজ করছিল তা পরিষ্কার নয়। অভিযোগ করা হয়েছে,পুলিশ তদন্ত করে দেখবে।