Murshidabad Ganja Recovery: ৬১ কেজি গাঁজা উদ্ধার!

গোপন সুত্রে খবর পেয়ে ৬১ কেজি গাঁজা সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল সাগরদীঘি থানার পুলিশ। জানা যায়, বুধবার সন্ধ্যার সময় গোপনসুত্রে খবর পেয়ে মোরগ্রামের কাছে ৩৪ নং জাতীয় সড়কে তল্লাশি চালায় সাগরদীঘি থানার পুলিশ। সেই সময় একটি চারচাকার গাড়ি আটক করে পুলিশ।

Murshidabad Ganja Recovery: ৬১ কেজি গাঁজা উদ্ধার!
| Edited By: | Updated on: Nov 08, 2023 | 5:59 PM

গোপন সুত্রে খবর পেয়ে ৬১ কেজি গাঁজা সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল সাগরদীঘি থানার পুলিশ। জানা যায়, বুধবার সন্ধ্যার সময় গোপনসুত্রে খবর পেয়ে মোরগ্রামের কাছে ৩৪ নং জাতীয় সড়কে তল্লাশি চালায় সাগরদীঘি থানার পুলিশ। সেই সময় একটি চারচাকার গাড়ী আটক করে পুলিশ। গাড়ী থেকে মোট ৬১ কেজি গাঁজা উদ্ধার করে সাগরদীঘি থানার পুলিশ।এবং দুই যুবককে গ্রেফতার করা হয়।ধৃত দুই যুবকের নাম শেষতাপ রায় ও সঞ্জিত সিং।তাদের বাড়ী দার্জিলিং-এর প্রধান নগর থানা এলাকায়।

জানা যায়, একটি চারচাকা গাড়ি করে শিলিগুড়ি থেকে ৬১ কেজি গাঁজা নিয়ে বহরমপুরে যাচ্ছিল তারা।কিন্তু বহরমপুর যাবার পথে মোরগ্রামের কাছে ৩৪ নং জাতীয় সড়কে পুলিশের হাতে ধরা পড়ে।আজ ধৃতদের ১০ দিনের পুলিশি হেফাজত চেয়ে জঙ্গীপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে।

Follow Us: