Dead Alien: রহস্যজনক ভাবে গায়েব মৃত এলিয়েন!
বলিভিয়ার একটি গ্রামের মানুষজন দাবি করেছেন,তাঁরা নর্দমায় একটি ভিনগ্রহীকে মৃত অবস্থায় দেখেছে। এলিয়েনরা তাহলে পৃথিবীতে চলে এল? গ্রামের মানুষজন দাবি করছেন, ওই প্রাণীটিকে মৃত অবস্থায় নর্দমায় দেখা গিয়েছিল।
বলিভিয়ার একটি গ্রামের মানুষজন দাবি করেছেন,তাঁরা নর্দমায় একটি ভিনগ্রহীকে মৃত অবস্থায় দেখেছে। এলিয়েনরা তাহলে পৃথিবীতে চলে এল? গ্রামের মানুষজন দাবি করছেন, ওই প্রাণীটিকে মৃত অবস্থায় নর্দমায় দেখা গিয়েছিল। বেশ কয়েকটি ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। ওই ‘রিয়্যাল লাইফ এলিয়েন’টিকে নিয়ে রহস্য দানা বেঁধেছে। প্রাণীটি আদৌ ভিনগ্রহী কি না,সে সব বিষয় নিয়ে তো ধন্দের অবকাশ রয়েছেই। ওই ভিনগ্রহী প্রাণীটিকে বলভিয়ার গ্রামটির মানুষজন মৃত অবস্থায় দেখেছেন। ওই প্রাণীটিকে তাঁরা মৃত অবস্থায় দেখলেও পরবর্তীতে তা নর্দমা থেকে রহস্যজনক ভাবে গায়েব হয়ে যায়। রিপোর্ট অনুযায়ী, বলিভিয়ার লা পাজ়ের ছোট্ট শহর হুয়ারিনাতে এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে। টুইটারে @NuestroDiario-র তরফে কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে। তার মধ্যে থেকে একটি ছবিতে দেখা গিয়েছে,রাস্তার দিকে তাকিয়ে রয়েছে একটি কুকুর। জানা গিয়েছে, ওই কুকুরটিই প্রথম এলিয়েনটিকে শনাক্ত করে এবং দেখা মাত্রই চিৎকার করতে থাকে। আরও একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে আকাশে UFO-র মতো কিছু একটা। এদিকে ভিডিয়োটি আবার শেয়ার করা হয়েছে @F10HD_BOLIVIA নামক একটি টুইটার পেজ থেকে। সেখানেই UFO-র মতো বস্তুটিকে দেখা গিয়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন,রহস্যময় ওই প্রাণীটি আকারে খুবই ছোট ছিল। এখন ওই প্রাণীটি সত্যিই এলিয়েন কি না,তার থেকেও বড় প্রশ্ন হল প্রাণীটিকে সেখান থেকে সরাল কারা। গ্রামের মানুষজন প্রাণীটিকে দেখার ২ দিন আগে,রাতের আকাশে সবুজ আলো দেখেছিলেন। তাঁরা বিশ্বাস করছেন,একটি UFO বা এলিয়েন মহাকাশযান ওই প্রাণাটিকে পৃথিবীতে নিয়ে এসেছিল।