AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nadia: স্বামীর প্রতারণায় ভোটের অধিকার হাতছাড়া?

Nadia: স্বামীর প্রতারণায় ভোটের অধিকার হাতছাড়া?

TV9 Bangla Digital

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Updated on: Dec 11, 2025 | 5:04 PM

Share

Nadia SIR: এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। স্বামীর ঘরেই ফেলে গিয়েছিলেন প্রয়োজনীয় সব নথি। অভিযোগ, সেই তাঁর এপিক কার্ড চুরি করে ছবি পাল্টে দ্বিতীয় স্ত্রীর SIR-এর ফর্ম ফিলাপ করেন স্বামী। SIR ফর্মে প্রথম পক্ষে স্ত্রীর নাম ও এপিক নম্বর ব্যবহার করা হয়। তাঁর প্রথম পক্ষে স্ত্রী বিএলও-র কাছে নিজের ফর্ম নিতে গিয়েই ঘটে বিপত্তি।

নদিয়া: স্বামীর অত্যাচারে বাড়ি ছেড়ে কলকাতায় গিয়ে পরিচারিকার কাজ করতেন স্ত্রী। ২০০২ সালে ভোটার তালিকায় নাম রয়েছে তাঁর। BLO-র কাছে ফর্ম নিতে এসে দেখেন তাঁর নামের এপিক কার্ড চুরি করে এক বাংলাদেশি মহিলাকে স্ত্রী বানিয়ে ফর্ম ফিল আপও করে ফেলেছেন স্বামী।। অভিযোগ জানিয়েছেন প্রশাসনিক দফতরের।ফলে বাড়িতে আর ঠাঁই হয়নি তাঁর। তাহলে তাঁর ভবিষ্যৎ কী হবে? এই দুশ্চিন্তা ও দোলাচলে দিন কাটছে হাঁসখালির বাসিন্দার ঊষা রায়ের। বাড়িতে নিত্য অশান্তি হওয়ায়, ঊষা বাড়িতে থেকে চলে যান।  এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। স্বামীর ঘরেই ফেলে গিয়েছিলেন প্রয়োজনীয় সব নথি। অভিযোগ, সেই তাঁর এপিক কার্ড চুরি করে ছবি পাল্টে দ্বিতীয় স্ত্রীর SIR-এর ফর্ম ফিলাপ করেন স্বামী। SIR ফর্মে প্রথম পক্ষে স্ত্রীর নাম ও এপিক নম্বর ব্যবহার করা হয়। তাঁর প্রথম পক্ষে স্ত্রী বিএলও-র কাছে নিজের ফর্ম নিতে গিয়েই ঘটে বিপত্তি। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী নদিয়ার হাঁসখালির গাজনা গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর মাঠপাড়া এলাকায় ।