Nadia Arms Recovery: দুরন্ত গতিতে বেরিয়ে যাচ্ছিল গাড়ি, থামিয়ে তল্লাশি চালাতেই বেরিয়ে এল গুলি, বন্দুক
Arms Recovery: হাঁসখালি এলাকায় তিনটি ওয়ান শাটার, একটি নাইনএমএম পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
নদিয়া: পঞ্চায়েত ভোটের আগে ফের বাংলায় অস্ত্র উদ্ধার। পুলিশের নাকাতল্লাশির সময়ে গ্রেফতার আগ্নেয়াস্ত্র, গুলি সহ মোট তিনজন। নদিয়ার হাঁসখালি থানা এলাকার হায়রাতলায় উদ্ধার বিপুল অস্ত্র। স্বভাবতই চক্ষু চড়কগাছ ডিউটিরত অফিসারদের।
পুলিশ সূত্রে খবর, হাঁসখালি এলাকায় তিনটি ওয়ান শাটার, একটি নাইনএমএম পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, গতকাল নাকা চেকিংয়ের সময় উদ্ধার করা হয়েছে ওই আগ্নেয়াস্ত্র। অস্ত্র উদ্ধার থেকে খুল্লামখুল্লা শুটআউট, গত কয়েকমাসে একের পর এক ঘটনা ঘটেছে নদিয়ায়। নাকা চেকিংয়ে এহেন অস্ত্র উদ্ধার যে পুলিশের জন্য বড় সাফল্য, তা স্বীকার করে নিচ্ছেন আধিকারিকরা। যদিও পঞ্চায়েত নির্বাচনের আগে কোথা থেকে আসছে এই বিপুল অস্ত্র, প্রশ্নের উত্তর এখনও অধরা।
নদিয়ার জেলা পুলিশকর্তার কথায়, ‘নাকা চেকিংয়ের সময়ে একটি গাড়ি দ্রুত গতিতে পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। গাড়ি থামিয়ে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে অস্ত্র। ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে’। তবে শুধু নদিয়া না, বীরভূমের নলহাটি থেকে ২টি পিস্তল, ৩০টি গুলি উদ্ধার করেছে রাজ্য পুলিশের STF। ঘটনায় গ্রেফতার ২ জন।