AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

তাপস পালের পরিবারে ফের মৃত্যু!

তাপস পালের পরিবারে ফের মৃত্যু!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jun 03, 2024 | 11:09 PM

Share

তাপস পালের বাড়িতে শোক পালন করছেন তাঁর স্ত্রী নন্দিনী পাল মুখোপাধ্যায় এবং কন্যা সোহিনী পাল। বাড়িতে একটি মৃত্যু ঘটে গিয়েছে। স্বজন হারানোর এই বেদনা নিজেই জানিয়েছেন নন্দিনী। কাকে হারালেন তিনি? পোষ্য সারমেয় হুম্বিকে। তারকা পত্নী লিখেছেন, "আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তোমাকে বারবারই মনে পড়ছে। এবং বারবারই আমার হৃদয় ভাঙছে।"

ভন্সালীর উপহার
ভাল অভিনয় করলেই সেটে উপহার দেন সঞ্জয় লীলা ভন্সালী। সম্প্রতি এই গোপন খবর ফাঁস করেছেন অভিনেত্রী জয়তি ভাটিয়া। তাঁর কথায়, ‘‘কোনও শটে খুব ভাল অভিনয় করার পরে, তিনি সঙ্গে সঙ্গে সেই অভিনেতাকে ৫০০ টাকা দিতেন। আমি তিন বার পেয়েছি। মোট ১৫০০ টাকা পেয়েছি। ভাল শট-এর পরে তিনি বলতেন ‘জিয়ো ফাট্টো’। আর তার পরেই ৫০০ টাকা দিতেন।’’

মেয়ের ফ্যাশন নিয়ে সচেতন আলিয়া
বর্তমানে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের গ্র্যান্ড প্রি-ওয়েডিং পার্টিতে সামিল হয়েছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। সঙ্গে গিয়েছে তাঁদের ছোট্ট মেয়ে রাহা। সেখানেই নজরে এল রাহার নয়া লুক। মাত্র দেড় বছরেই মেয়ের কান ফুটো করে দিয়েছেন আলিয়া। সে পরেছে একটি ছোট্ট দুলও।

মেজাজ হারালেন হৃত্বিক
বিমান বন্দরে পা রাখা মাত্রই তারকাদের ঘিরে ধরে পাপারাৎজিরা। হৃত্বিক রোশনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। তবে সকলের ঠেলাঠেলি দেখে রীতিমত রেগে গেলেন হৃত্বিক। মেজাজ দেখিয়ে বললেন, দেখতে পাচ্ছেন না আপনারা কী করছেন? আসতে, সাবধানে।

উরফির মুখ ফুলে আলু
মুখ ফুলে আলু হয়ে গিয়েছে অভিনেত্রী এবং ফ্যাশনিস্তা উরফি জাভেদের। ফোলা মুখের একাধিক ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, “আমার মুখে খুব অ্যালার্জি হয়েছে। সারাক্ষণই আমার মুখ এরকমই ফোলা থাকছে। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে এরকমই ফোলা থাকছে আমার মুখ। প্রচণ্ড অসুবিধা হচ্ছে আমার।”

মেমরি লস হয়নি ভুতুর
ছোটবেলার কথা কিছু মনে নেই শিশুশিল্পী আর্শিয়া মুখোপাধ্যায়ের। অনেকেই মনে করছেন তাঁর মেমরি লস হয়েছে। এবার মুখ খুললেন খুদে তারকার মা ভাস্বতী মুখোপাধ্যায়। তিনি বলেছেন, “আমার মেয়ের মেমরি লস হয়নি। ছোটবেলার কথা ওর মনে নেই। স্মৃতি আবছা হয়েছে কেবল। আমার মুখেই সব কিছু শোনে এবং অবাক হতে থাকে।”

আহত মিমি
আপনি যদি মিমি চক্রবর্তীর ভক্ত হন তবে এই ছবি দেখে রীতিমতো ভয়ে হাত পা ঠাণ্ডা হয়ে যেতে আপনার। সারা গায়ে কাঁটা ছেঁড়া। বের হচ্ছে রক্তও। কার্যত ক্ষতবিক্ষত তাঁর পা! এমন কী করে ঘটল জানেন? মিমির আদরের পোষ্য দিয়েছে আঁচড়ে। তার সৌজন্যেই মিমির পায়ে ভালবাসার ছোঁয়া।

তাপস পালের বাড়িতে মৃত্যু
তাপস পালের বাড়িতে শোক পালন করছেন তাঁর স্ত্রী নন্দিনী পাল মুখোপাধ্যায় এবং কন্যা সোহিনী পাল। বাড়িতে একটি মৃত্যু ঘটে গিয়েছে। স্বজন হারানোর এই বেদনা নিজেই জানিয়েছেন নন্দিনী। কাকে হারালেন তিনি? পোষ্য সারমেয় হুম্বিকে। তারকা পত্নী লিখেছেন, “আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তোমাকে বারবারই মনে পড়ছে। এবং বারবারই আমার হৃদয় ভাঙছে।”

ভোট দিতে গেলেন না রাহুল
এ বছর লোকসভা নির্বাচনের প্রচারে বাম দলের হয়ে প্রচার চালালেও ভোট দিলেন না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। কেন জানেন? রাহুলের কথায়, “আমার এক ছেলেবেলার বন্ধু মারা গিয়েছে। ভোটের প্রচারের চক্করে ওর ঠিক মতো খোঁজ নিতে পারিনি। সরকারি হাসপাতালে একটা বেডও জোগাড় করে দিতে পারিনি। মন ভাল নেই।” তবে শোনা যাচ্ছে তিনি নাকি ঘুরতে গিয়েছেন বাইরে।

 

শ্রীময়ীর বাড়ির লোকনাথ পুজো
রবিবার ধুমধাম করে লোকনাথ পুজো করলেন শ্রীময়ী চট্টোরাজ। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তারও ভিডিয়ো। সেখানেই কাঞ্চন মল্লিক বললেন, ছানার কোফতা কারি রান্নার প্রস্তুতি চলছে, লোকনাথের ভোগ হিসেবে। রান্নার কাজে হাত লাগিয়েছে শ্রীময়ীর ছোট মাসিও।