Flower In Space: ফুল ফুটল মহাকাশে
Space: এর আগেও অতীতে চিন মহাশূন্যে চাঁদের কক্ষপথে ধান চাষ করার চেষ্টা করে। কিন্তু সেই গবেষণায় তারা ব্যর্থ হয় ।
মহাকাশে প্রথম ফুল ফুটল। আন্তর্জাতিক স্পেস স্টেশনে গাঢ় কমলা রঙের জিনিয়া ফুল ফুটল। ১৩ জুন এই ছবি প্রকাশ্যে আনে নাসা। ১৯৭০ থেকে মহাকাশে উদ্ভিদ গবেষণা করছে নাসা। ১৯৫০এ কেজেল লিন্ডগ্রেন স্পেস স্টেশনে কৃষির দায়িত্ব নেন। ১৬ জানুয়ারি, ২০১৬ প্রথম জিনিয়া ফোটে মহাকাশে। সেই ছবি প্রকাশ করেনি নাসা। তারা গাছের ওপরে মাইক্রোগ্র্যাভিটির প্রভাব নিয়ে আরও গবেষণা চালান। তার সাত বছর পর মহাকাশে ফোটা ফুলের ছবি দিল নাসা। ইতিমধ্যে মহাশূন্যে টমেটো ও লেটুস ফলিয়েছে নভোশ্চররা। তবে কি এবার সবজি চাষ হবে? মঙ্গল বা চাঁদে মহাকাশচারীদের দীর্ঘদিন থাকতে হলে খাদ্যের জোগান দেবে এই মহাকাশের কৃষি। এর আগেও অতীতে চিন মহাশূন্যে চাঁদের কক্ষপথে ধান চাষ করার চেষ্টা করে। কিন্তু সেই গবেষণায় তারা ব্যর্থ হয় ।
Latest Videos