NASA’s New Creation: নাসার নতুন প্রকল্পে আগ্রহী গোটা বিশ্ব, আপনি?

Nandan Paul |

Jan 11, 2024 | 7:04 PM

NASA's New Creation: নাসা পৃথিবীর বহু মানুষকে কোটি-কোটি কিলোমিটার দূরে মহাকাশে নাম পাঠানোর সুযোগ দিচ্ছে। পৃথিবীর মানুষজনের সেই নামগুলো ইউরোপা ক্লিপার মহাকাশযানে অন্তর্ভুক্ত করা হবে।

যদি কাগজে লেখো নাম। সে নামের কী হবে গায়ক তা বলেই দিয়েছিলেন। হৃদয়ে নাম লিখলে সেই নাম যে চিরস্থায়ী। তাও রয়েছে সেই কালজয়ী গানে। কিন্তু যদি মহাকাশে নাম লেখা হয়। সেই নামও আপনার রয়ে যাবে। মহাকাশে থেকে যাবে। তাও আবার বিনা পয়সায় মহাকাশে ঘুরবে আপনার নাম। ভাবছেন মিথ্যে গল্প ফাঁদছি। এ গল্প বলছে নাসা। একটু বিস্তারে জানা যাক তাহলে-

মহাকাশে বিনামূল্যে নিজের নাম!

এটি মার্কিন মহাকাশ সংস্থা নাসার নতুন মিশন। নাসা পৃথিবীর বহু মানুষকে কোটি-কোটি কিলোমিটার দূরে মহাকাশে নাম পাঠানোর সুযোগ দিচ্ছে। পৃথিবীর মানুষজনের সেই নামগুলো ইউরোপা ক্লিপার মহাকাশযানে অন্তর্ভুক্ত করা হবে। এই মহাকাশযানটি ২০৩০ সালে বৃহস্পতির কক্ষপথে প্রবেশ করতে পারে। নাসার তরফ থেকে জানানো হয়েছে এই প্রকল্পের নাম ‘মেসেজ ইন আ বটল’।

আপনিও কি লিখবেন মহাকাশে নিজের নাম?

পৃথিবী থেকে অনেক দূরে মহাকাশে যাঁরা নাম পাঠাতে চান, তাঁদের কোনও টাকা দিতে হবে না। শুধু নাসার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একটি লিঙ্কে ক্লিক করে তাঁদের নাম পাঠাতে হবে। নাসা এ বিষয়ে ইতিমধ্যেই একটি ইনস্টাগ্রাম পোস্ট করে। সেই পোস্টে বলা হয় – ‘শেষ মুহূর্তের উপহার আপনাদের জন্য! আপনাদের নাম আমরা ইউরোপা ক্লিপার মহাকাশযানে করে নিয়ে যেতে চলেছি, যা ১.৮ বিলিয়ন মাইল ভ্রমণ করবে।’ তাহলে তো বলাই যায়, মহাকাশে লেখো নাম, সেই নাম…

Kim Jong Un: এই মেয়েকে চিনে রাখুন
Noida Crime News: অনলাইন অর্ডারে ক্যাম্পাসেই আসত গাঁজা
Kim Jong Un: এই মেয়েকে চিনে রাখুন
Noida Crime News: অনলাইন অর্ডারে ক্যাম্পাসেই আসত গাঁজা