NATO-র যুদ্ধপ্রস্তুতি, রাশিয়ার বিরুদ্ধে কী করতে চলেছে গোটা Europe?
North Atlantic Treaty Organization: দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে হিটলারকে ঠেকানোর চেষ্টা করেনি ইউরোপের বিভিন্ন দেশ। আর এবার তারা বলছে সেই একই ভুল তারা করবে না। তারা মনে করছে রাশিয়া এবার পোল্যান্ডে হামলা করতে পারে। তাই ইউরোপ ভাবছে তার আগেই তারা যদি রাশিয়ায় হামলা করে?
ন্যাটো বা নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এবার শুরু করল যুদ্ধপ্রস্তুতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে হিটলারকে ঠেকানোর চেষ্টা করেনি ইউরোপের বিভিন্ন দেশ। আর এবার তারা বলছে সেই একই ভুল তারা করবে না। তারা মনে করছে রাশিয়া এবার পোল্যান্ডে হামলা করতে পারে। তাই ইউরোপ ভাবছে তার আগেই তারা যদি রাশিয়ায় হামলা করে?
আর এই পরিকল্পনাকে মাথায় রেখে আলোচনায় বসেছে ন্যাটোর স্ট্র্যাটেজিক ওয়ারফেয়ার গ্রুপ। ইউরোপে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে কৌশল তৈরি করবে এই স্ট্র্যাটেজিক ওয়ারফেয়ার গ্রুপ। এই গ্রুপে ইউরোপের সদস্যরা ছাড়াও আমেরিকার ৩ সদস্যও রয়েছেন।
Published on: Dec 10, 2025 06:56 PM

