হাতে কাগজ নিয়ে নওশাদ বোঝালেন মুসলিমদের কাছে ঠিক কোনটা ‘অভিশাপ’?

Jan 22, 2026 | 3:44 PM

নওশাদের মতে, ওবিসি সার্টিফিকেটটাই মুসলিমদের জন্য অভিশাপ। কলকাতা হাইকোর্টের নির্দেশে ২০১০-এর পরের পর ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়। এসআইআরের সময় নির্বাচন কমিশন জানিয়ে দেয় ওই সার্টিফিকেট বৈধ কাগজ হিসেবে গণ্য করা হবে না। এই প্রসঙ্গেই বুধবার নওশাদ সিদ্দিকী বলেন, "ঠিক যেমন মেসির টিকিট কেটেও মেসিকে দেখতে পাননি, তেমনই হাতে কাগজ থাকবে, কিন্তু কোনও কাজে লাগবে না।"

আইএসএফ-এর প্রতিষ্ঠা দিবসে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নওশাদ সিদ্দিকী। ভাঙড়ের বিধায়ক এদিন কাগজ হাতে নিয়ে বোঝান যে বর্তমানে বাংলার মুসলিমদের জন্য ঠিক কোনটা অভিশাপ।

তাঁর মতে, ওবিসি সার্টিফিকেটটাই মুসলিমদের জন্য অভিশাপ। কলকাতা হাইকোর্টের নির্দেশে ২০১০-এর পরের পর ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়। এসআইআরের সময় নির্বাচন কমিশন জানিয়ে দেয় ওই সার্টিফিকেট বৈধ কাগজ হিসেবে গণ্য করা হবে না। এই প্রসঙ্গেই বুধবার নওশাদ সিদ্দিকী বলেন, “ঠিক যেমন মেসির টিকিট কেটেও মেসিকে দেখতে পাননি, তেমনই হাতে কাগজ থাকবে, কিন্তু কোনও কাজে লাগবে না।”