Nawazuddin Siddiqui Gossips: ফরসা হতে ক্রিম মাখতেন নওয়াজ
বলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক নওয়াজউদ্দিন সিদ্দিকী। 'স্যাক্রেড গেমস' থেকে 'হাড্ডি' বিমান চ্যালেঞ্জিং চরিত্রে নিজের দক্ষতার ছাপ রেখেছেন নওয়াজ। অথচ তাঁরই কি না একসময় গায়ের রং নিয়ে সংশয় ছিল। নিজের লুক নিয়ে বিভ্রান্ত ছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী।
বলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক নওয়াজউদ্দিন সিদ্দিকী। ‘স্যাক্রেড গেমস’ থেকে ‘হাড্ডি’ বিমান চ্যালেঞ্জিং চরিত্রে নিজের দক্ষতার ছাপ রেখেছেন নওয়াজ। অথচ তাঁরই কি না একসময় গায়ের রং নিয়ে সংশয় ছিল। নিজের লুক নিয়ে বিভ্রান্ত ছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। ফর্সা হওয়ার জন্য ক্যারিয়ারের শুরুর দিকে তিনি ব্যবহার করতেন নানা ধরনের প্রসাধনী ক্রিম।
দীর্ঘ ১০ থেকে ১২ বছর বলিউডে স্ট্রাগল করতে হয় নওয়াজকে। পরবর্তীকালে বুঝতে পারেন নিজের দক্ষতা ও আত্মবিশ্বাসই আসল। দীর্ঘ সময় নিজেকে অসুন্দর ভেবেছিলেন তিনি। পরে যখন তাঁর নাম হয় বুঝতে পারেন তিনি যেমন আছেন তাতেই তাঁকে সুন্দর দেখায়। একাধিক ছবিতে সাফল্য তাঁর ফ্যানবেস তৈরি করেছে। ফিরেছে নায়কের আত্মবিশ্বাস। আজ আর নিজের লুক নিয়ে কোনও আক্ষেপ নেই নওয়াজউদ্দিন সিদ্দিকীর।
মুর্শিদাবাদে মুসলিম নেত্রীদের দল ছাড়া চলছেই! 'মমতার কথাতেই...'
যুবভারতীকাণ্ডের এক সপ্তাহ পর মুখ খুললেন সুজিত বসু
'ওর হাতটা তখন ঠিক আমার এতটা কাছে চলে এসেছিল', কী হল লগ্নজিতার সঙ্গে?
তালিকায় জীবিত ব্যক্তি হলেন মৃত, আর মৃত হয়ে উঠলেন জীবিত!

