AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nawazuddin Siddiqui Gossips: ফরসা হতে ক্রিম মাখতেন নওয়াজ

Nawazuddin Siddiqui Gossips: ফরসা হতে ক্রিম মাখতেন নওয়াজ

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 26, 2023 | 4:55 PM

Share

বলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক নওয়াজউদ্দিন সিদ্দিকী। 'স্যাক্রেড গেমস' থেকে 'হাড্ডি' বিমান চ্যালেঞ্জিং চরিত্রে নিজের দক্ষতার ছাপ রেখেছেন নওয়াজ। অথচ তাঁরই কি না একসময় গায়ের রং নিয়ে সংশয় ছিল। নিজের লুক নিয়ে বিভ্রান্ত ছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী।

বলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক নওয়াজউদ্দিন সিদ্দিকী। ‘স্যাক্রেড গেমস’ থেকে ‘হাড্ডি’ বিমান চ্যালেঞ্জিং চরিত্রে নিজের দক্ষতার ছাপ রেখেছেন নওয়াজ। অথচ তাঁরই কি না একসময় গায়ের রং নিয়ে সংশয় ছিল। নিজের লুক নিয়ে বিভ্রান্ত ছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। ফর্সা হওয়ার জন্য ক্যারিয়ারের শুরুর দিকে তিনি ব্যবহার করতেন নানা ধরনের প্রসাধনী ক্রিম।

দীর্ঘ ১০ থেকে ১২ বছর বলিউডে স্ট্রাগল করতে হয় নওয়াজকে। পরবর্তীকালে বুঝতে পারেন নিজের দক্ষতা ও আত্মবিশ্বাসই আসল। দীর্ঘ সময় নিজেকে অসুন্দর ভেবেছিলেন তিনি। পরে যখন তাঁর নাম হয় বুঝতে পারেন তিনি যেমন আছেন তাতেই তাঁকে সুন্দর দেখায়। একাধিক ছবিতে সাফল্য তাঁর ফ্যানবেস তৈরি করেছে। ফিরেছে নায়কের আত্মবিশ্বাস। আজ আর নিজের লুক নিয়ে কোনও আক্ষেপ নেই নওয়াজউদ্দিন সিদ্দিকীর।