Nayagram Bad Road Condition: উঠে যাচ্ছে রাস্তায় পিচ,বন্ধ কাজ!

Nayagram Bad Road Condition: উঠে যাচ্ছে রাস্তায় পিচ,বন্ধ কাজ!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 20, 2023 | 6:01 PM

Nayagram Bad Road Condition: গ্রামবাসীদের অভিযোগ নয়াগ্রাম ব্লকের বড়খাকড়ি থেকে ছোটখাকড়ি পর্যন্ত নির্মীয়মান রাস্তা তৈরিতে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী। যার কারণে রাস্তার উপর পিচের আস্তরণ দেওয়ার সঙ্গে সঙ্গেই উঠে যাচ্ছে।তাই ঠিকাদার সংস্থা যাতে নিয়ম মেনে রাস্তা তৈরি করে তার দাবিতে এদিন বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। আটকে দেন রাস্তা তৈরির কাজ।

গ্রামবাসীদের অভিযোগ নয়াগ্রাম ব্লকের বড়খাকড়ি থেকে ছোটখাকড়ি পর্যন্ত নির্মীয়মান রাস্তা তৈরিতে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী। যার কারণে রাস্তার উপর পিচের আস্তরণ দেওয়ার সঙ্গে সঙ্গেই উঠে যাচ্ছে।তাই ঠিকাদার সংস্থা যাতে নিয়ম মেনে রাস্তা তৈরি করে তার দাবিতে এদিন বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। আটকে দেন রাস্তা তৈরির কাজ।

উল্লেখ্য,ছোটখাকড়ি থেকে বড়খাকড়ি পর্যন্ত প্রায় তিন চার কিলোমিটার পিচের রাস্তা তৈরির কাজ হচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ রাস্তার ধুলা না সরিয়েই দেওয়া হচ্ছে পিচের আস্তরণ।তাও আবার খুবই অল্প পরিমাণে। রয়েছে সামগ্রীর ভাগমাপে কারচুপি।এই সমস্ত একাধিক অভিযোগ করে রাস্তা তৈরির কাজ আটকান গ্রামবাসীরা। তাদের দাবি ঠিকাদার সংস্থা সঠিক সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করুক নাহলে অল্প কয়েকদিনের মধ্যেই রাস্তা বেহাল হয়ে পড়বে। তাই তারা কাজ আটকে দেন।  তার সাথে সাথে তারা জানান কন্টাকটারের সাথে পার্টির নেতারা যুক্ত হয়ে টাকা খেয়ে খারাপ কাজ করছে।

Published on: Nov 20, 2023 05:54 PM