অবশেষে জালে এল মুসা মোল্লা

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 06, 2026 | 11:35 PM

গত শুক্রবার রাতে সন্দেশখালির ন্যাজাট থানার রাজবাড়ি পুলিশ ফাঁড়ির সংলগ্ন হুলো পাড়া এলাকায় রাতে আদালতের নির্দেশে মুসা মল্লার বাড়িতে পুলিশ গেলে পুলিশের উপর আক্রমণ চালায় মুসা মোল্লা ও তার দলবল। আক্রান্ত হয় চার পুলিশকর্মী। ভাঙচুর করা হয় পুলিশ লেখা গাড়ি।

পুলিশের উপর হামলা ও পুলিশ লেখা গাড়িতে ভাঙচুর করার ঘটনায় এবার গ্রেফতার মূল অভিযুক্ত মুসা মোল্লা। গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩।

গত শুক্রবার রাতে সন্দেশখালির ন্যাজাট থানার রাজবাড়ি পুলিশ ফাঁড়ির সংলগ্ন হুলো পাড়া এলাকায় রাতে আদালতের নির্দেশে মুসা মল্লার বাড়িতে পুলিশ গেলে পুলিশের উপর আক্রমণ চালায় মুসা মোল্লা ও তার দলবল। আক্রান্ত হয় চার পুলিশকর্মী। ভাঙচুর করা হয় পুলিশ লেখা গাড়ি। সেই ঘটনায় শনিবার গ্রেফতার হয় ৯ জন। গতকাল গ্রেফতার হন ৩ জন। আজ মূল অভিযুক্ত মুসা মোল্লাকে গ্রেফতার করা হল।

Published on: Jan 06, 2026 11:34 PM