One Tap Ticket Booking: গন্তব্য ছাড়াই টিকিট দিচ্ছে রেল
Indian Railways: রেলের নতুন উদ্যোগে গন্তব্যের নাম না লিখেই টিকিট কাটা যাবে। ন্যাশনাল ক্যাপিটাল ট্রান্সপোর্ট কর্পোরেশনের নতুন ব্যবস্থায় এভাবে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা। RRTS Connect অ্যাপে আছে ওয়ান ট্যাপ টিকেট বুকিং এর সুবিধা।
রেলের নতুন উদ্যোগে গন্তব্যের নাম না লিখেই টিকিট কাটা যাবে। ন্যাশনাল ক্যাপিটাল ট্রান্সপোর্ট কর্পোরেশনের নতুন ব্যবস্থায় এভাবে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা। RRTS Connect অ্যাপে আছে ওয়ান ট্যাপ টিকেট বুকিং এর সুবিধা। বিশ্ব প্রথম এই ব্যবস্থা চালু করছে NCRTC । স্টেশনের ৩০০ মিটার এলাকায় ওই অ্যাপ থেকে একটিমাত্র ক্লিকে তৈরি হবে কিউ আর কোড। কিউআর কোডটি আসলে টিকিট।
মোবাইলের সংযুক্ত জিপিএস টিকিটের গন্তব্য স্থির করবে। গন্তব্য স্টেশনে নেমে কিউআর কোড স্ক্যান করলেই যাত্রা শেষ হবে। এর জন্য ই ওয়ালেটে থাকতে হবে কমপক্ষে ১০০ টাকা। সেই ই ওয়ালেট যুক্ত করতে হবে ফোনের সঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০ অক্টোবর উদ্বোধন করেন দেশের প্রথম আরআরটিএস করিডর। RRTS এর যে কোনও স্টেশনে এই সুবিধা পাওয়া যাবে। এই অ্যাপে যাত্রা করার সময়ে স্টেশন গুরুত্বপূর্ণ নয়।
Latest Videos
Latest News