Neena Gupta Gossip: নীনার সঙ্গে রোম্যান্সে অঙ্গদ!
নীনা, অঙ্গদ বেদীর ঠাকুমার চরিত্রে অভিনয় করেছেন। গল্পে অঙ্গদ বেদীর প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন ম্রুণাল ঠাকুর। নীনার প্রশংসা করেছেন অঙ্গদ। অঙ্গদ জানান, সুযোগ পেলে তিনি নীনার সঙ্গেই রোম্যান্সও করবেন। নীনার বয়স এখন ৬৪। অঙ্গদের বয়স ৪০।
‘লাস্ট স্টোরিজ ২’ সিরিজ দেখেছেন? এই সিরিজে দেখা গিয়েছে অভিনেত্রী নীনা গুপ্ত ও অভিনেতা অঙ্গদ বেদীকে। নীনা, অঙ্গদ বেদীর ঠাকুমার চরিত্রে অভিনয় করেছেন। গল্পে অঙ্গদ বেদীর প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন ম্রুণাল ঠাকুর। নীনার প্রশংসা করেছেন অঙ্গদ। অঙ্গদ জানান, সুযোগ পেলে তিনি নীনার সঙ্গেই রোম্যান্সও করবেন। নীনার বয়স এখন ৬৪। অঙ্গদের বয়স ৪০। অঙ্গদ জানান, নীনার সঙ্গে রোম্যান্স করতে তাঁর ভালই লাগবে। তিনি আরও জানান, নীনার চোখ ২টি খুব সুন্দর। নীনার সঙ্গে তাঁর কাজ করতে খুব ভাল লেগেছে। অঙ্গদের মতে, নীনা একজন আদর্শ অভিনেত্রী। এই সিরিজে নীনার চরিত্রটি অনেকটাই আলাদা। গল্পে নীনা চান, অঙ্গদ ও ম্রুণালের বিয়ের আগে যৌন সম্পর্ক তৈরি হোক। কারণ নীনার মতে, বিয়ের আগে শারীরিক ও মানসিক ভাবে একে অপরকে চেনা প্রয়োজন। এই সিরিজে নীনার অভিনয় দর্শকদের মন কেড়েছে।
Latest Videos