Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pollution Free Bicycle: দূষণ বিহীন দু চাকায় এগিয়ে কারা?

Pollution Free Bicycle: দূষণ বিহীন দু চাকায় এগিয়ে কারা?

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Sep 17, 2023 | 3:35 PM

দূষণ বিহীন পরিবহন সাইকেল। জানেন কি বিশ্বের কোন দেশে সাইকেলের ব্যবহার সর্বাধিক? সাইকেলের ব্যবহারে বিশ্বে প্রথম নেদারল্যান্ডস। প্রতি ১ জন ডাচের কাছে ১.৩ টি করে বাই সাইকেল আছে। দেশের ২৮% যাতায়াতের মাধ্যম সাইকেল। সারা দেশে সাইকেলের সংখ্যা ২৩ মিলিয়নেরও বেশি।

দূষণ বিহীন পরিবহন সাইকেল। জানেন কি বিশ্বের কোন দেশে সাইকেলের ব্যবহার সর্বাধিক? সাইকেলের ব্যবহারে বিশ্বে প্রথম নেদারল্যান্ডস। প্রতি ১ জন ডাচের কাছে ১.৩ টি করে বাই সাইকেল আছে। দেশের ২৮% যাতায়াতের মাধ্যম সাইকেল। সারা দেশে সাইকেলের সংখ্যা ২৩ মিলিয়নেরও বেশি। সাইকেল ব্যবহারে ২য় স্থানে আছে ডেনমার্ক। ৩য় স্থানে আছে জার্মানরা। ৪র্থ স্থানে সুইডেন। ৫ম স্থানে আছে নরওয়ে। নরওয়ের ৬১% মানুষ সাইকেল ব্যবহার করেন। এশিয়ায় সবচেয়ে বেশি সাইকেল চড়ে জাপান। ২০২২ এ জাপানে ১.৫ মিলিয়ন সাইকেল বিক্রি হয়েছে। ছোট থেকে বড়,অফিস যাত্রী থেকে প্রাপ্ত বয়স্ক সাইকেল চালান সব্বাই। গণপ্রজাতন্ত্রী চিনেও অসংখ্য মানুষ সাইকেলে চড়েন। সারা দুনিয়ায় সাইক্লিংয়ের জন্য সবচেয়ে সুন্দর জায়গা মানালি-লেহ হাইওয়ে। ২০৭ কিলোমিটার দীর্ঘ এশিয়ার ১ম সাইক্লিং হাইওয়ে ভারতে। উত্তর প্রদেশের আগ্রা-ইটওয়াহ সাইকেল হাইওয়ে।

Published on: Sep 17, 2023 03:32 PM