Namkhana News: উদ্বোধনের আগেই ধস!
উদ্বোধনের আগেই কংক্রিট ব্রিজের অ্যাপ্রোচ রোডে বড়সড় ধস। ধসের জেরে বন্ধ করে দেওয়া হল সাধারণ মানুষের চলাচল। সুন্দরবন উন্নয়ন পর্ষদের তত্ত্বাবধানে ২৭ কোটি টাকা ব্যয়ে দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের চন্দ্রনগর থেকে চন্দনপিঁড়ি সংযোগকারী পচামুড়ি খালের ওপর ব্রিজ ও অ্যাপ্রোচ রোড তৈরী হচ্ছিল।
উদ্বোধনের আগেই কংক্রিট ব্রিজের অ্যাপ্রোচ রোডে বড়সড় ধস। ধসের জেরে বন্ধ করে দেওয়া হল সাধারণ মানুষের চলাচল। সুন্দরবন উন্নয়ন পর্ষদের তত্ত্বাবধানে ২৭ কোটি টাকা ব্যয়ে দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের চন্দ্রনগর থেকে চন্দনপিঁড়ি সংযোগকারী পচামুড়ি খালের ওপর ব্রিজ ও অ্যাপ্রোচ রোড তৈরী হচ্ছিল। নির্মাণের কিছুদিনের মধ্যে বড়সড় ধস নামায় বন্ধ করে দিতে হল রাস্তা। এই ঘটনায় শাসক দলের বিরুদ্ধে কাটমানি ও দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা এই ধসের জন্য নির্মাণে ত্রুটির কথা স্বীকার করে নিয়েছেন। দায় চাপিয়েছেন নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে। এছাড়া জমিজটের কারণ উল্লেখ করেছেন মন্ত্রী। এই ধসের জেরে সমস্যায় পড়েছেন চন্দনপিঁড়ি সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার বাসিন্দা। ব্রিজ চালু না হওয়ায় অতিরিক্ত সাত কিমি বেহাল রাস্তা ঘুরে নামখানায় যেতে হচ্ছে।