Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dubai Traffic Rule: সহজ হল ট্রাফিক নিয়ম

Dubai Traffic Rule: সহজ হল ট্রাফিক নিয়ম

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 27, 2023 | 5:17 PM

আরবের দুবাই যেন স্বপ্নের শহর ! এই শহরের যানজট বিহীন রাস্তাঘাট আর ট্র্যাফিক সিস্টেমের সুনাম বিশ্বজোড়া। দুর্ঘটনার মোকাবিলা করতে এখানে সরলীকৃত হয়েছে ট্র্যাফিক সিস্টেম। মাত্র একটি মিসড কলে অভিযোগ জানানো যায়। এবার দুবাই নাও নামক একটি অ্যাপে সব সমস্যার সমাধান হাতের মুঠোয়।

আরবের দুবাই যেন স্বপ্নের শহর ! এই শহরের যানজট বিহীন রাস্তাঘাট আর ট্র্যাফিক সিস্টেমের সুনাম বিশ্বজোড়া। দুর্ঘটনার মোকাবিলা করতে এখানে সরলীকৃত হয়েছে ট্র্যাফিক সিস্টেম। মাত্র একটি মিসড কলে অভিযোগ জানানো যায়। এবার দুবাই নাও নামক একটি অ্যাপে সব সমস্যার সমাধান হাতের মুঠোয়। পথে দুর্ঘটনার সম্মুখীন হলে সেই দুর্ঘটনার জন্য দায়ী গাড়ির ছবি ও নম্বর দিতে হয় অ্যাপের নির্দিষ্ট সেকশনে। দ্রুত সেই সমস্যার সমাধান করেন সরকারি আধিকারিকরা। পুলিশে অভিযোগ জানানোর এমন সহজ প্রক্রিয়া সময় বাঁচাচ্ছে নাগরিকদের। অন্য চালকের দোষ, গাড়ির ক্ষতিগ্রস্ত অংশের ছবি সবই রিপোর্ট কারা যায় দুবাই নাওয়ে। কোনও গাড়ির নম্বর থাকলে গাড়ির মালিকের মোবাইল নম্বর বা মেল আইডিও দিয়ে দেয় দুবাই নাও। সমস্যার সমাধান অ্যাপে না মিটলে নিষ্পত্তি করে পুলিশ। তার জন্য ৯৯৯এ কল করে জানাতে হয় দুবাই পুলিশকে। দুর্ঘটনার দ্বিপাক্ষিক সমাধান না হলে পুলিশ ড্যামেজ রিপোর্ট দেয়। ওই ড্যামেজ রিপোর্ট দেখে বিমা সংস্থা ক্ষতিপূরণ দেয়। এ বিষয়ে জনগণকে ওয়াকিবহাল করতে একটি ভিডিয়ো টুইট করেছে দুবাই পুলিশ।