New Train Route: ভারত-বাংলাদেশে নয়া ট্রেন রুট!
ভারত ও বাংলাদেশের মধ্যে তৈরি হবে নয়া রেল রুট। কিছু দিনের মধ্যেই শুরু হবে ট্রায়াল রান। নতুন রুট ত্রিপুরার নিশ্চিন্তপুর থেকে বাংলাদেশের গঙ্গাসাগর রেল স্টেশন। ট্রায়াল রানের পর,শুরু হতে পারে এই রেল পরিষেবা।
ভারত ও বাংলাদেশের মধ্যে তৈরি হবে নয়া রেল রুট। কিছু দিনের মধ্যেই শুরু হবে ট্রায়াল রান। নতুন রুট ত্রিপুরার নিশ্চিন্তপুর থেকে বাংলাদেশের গঙ্গাসাগর রেল স্টেশন। ট্রায়াল রানের পর,শুরু হতে পারে এই রেল পরিষেবা। প্রথমের দিকে এই রুটে চলবে পণ্যবাহী ট্রেন। এতে ভারতের উত্তর -পূর্বে পণ্য পাঠাতে সুবিধা হবে।
এই রুটটি যোগ করা হবে ত্রিপুরার রাজধানী আগরতলার সঙ্গে। নয়া এই রেল প্রকল্পে উন্নত হবে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক। বাড়বে শিল্পের উন্নতি। একই সঙ্গে বাড়তে পারে ভারতের উত্তর-পূর্বে পর্যটনের সুযোগ। ভারত ও বাংলাদেশের এই পরিষেবার জন্য খরচ প্রায় ১১০০ কোটি টাকা। আগরতলার সঙ্গে আখাউড়ার যুক্ত করার কাজ চলছে। কাজটি শেষ হয়ে গেলে, আগরতলা থেকে ঢাকা যেতে সময় লাগবে ১০ ঘণ্টা।
Latest Videos