Vande Bharat News: এবার বন্দে ভারত স্লিপার

সেমি হাই স্পিড বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার কোচ আসতে চলেছে আগামী বছরের মার্চের মধ্যে। রেল সূত্রে জানা গেছে এমনটাই। জানা যাচ্ছে ১৫ টি কোচ থাকবে এই স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসে।

Vande Bharat News: এবার বন্দে ভারত স্লিপার
| Edited By: | Updated on: Sep 17, 2023 | 3:10 PM

সেমি হাই স্পিড বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার কোচ আসতে চলেছে আগামী বছরের মার্চের মধ্যে। রেল সূত্রে জানা গেছে এমনটাই। জানা যাচ্ছে ১৫ টি কোচ থাকবে এই স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসে। ওই ট্রেনে থাকবে ১০টি থ্রি এসি কোচ ,৪টি এসি টু টায়ার কোচ আর একটি ফার্স্ট এসি। থ্রি এসি কোচে থাকবে ৬১ বার্থ। টু এসিতে বার্থের সংখ্যা ৪৮। আর ফার্স্ট এসিতে ২৪ টি করে বার্থ। মোট ৮৫০ জন যাত্রী এই ট্রেনে ভ্রমণ করতে পারবেন। পাটনা থেকে দিল্লির মধ্যে একাধিক সুপারফাস্ট ট্রেন থাকলেও সম্প্রতি এই রুটে যাত্রী সংখ্যা বেড়েছে। তাই ওয়াকিবহাল মহলের ধারনা প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন ছুটবে দিল্লি ও পাটনার মধ্যে। সুপারফাস্ট ট্রেন গুলি পাটনা থেকে নয়াদিল্লি পৌঁছতে সময় নেয় ১৬ থেকে ১৮ ঘন্টা। স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস পাটনা থেকে দিল্লি যেতে সময় নেবে ৮ ঘন্টা। পথে পড়বে দীনদয়াল উপাধ্যায় ও প্রয়াগরাজ জংশন আর কানপুর সেন্ট্রাল স্টেশন। সূত্রের খবর এই ট্রেন ছুটবে ঘন্টায় ২২০ কিলোমিটার বেগে। ট্রেনগুলি তৈরি অ্যালুমিনিয়াম দিয়ে। পাটনা থেকে দিল্লি পৌঁছতে কত ভাড়া লাগবে এই ট্রেনে। ওয়াকিবহাল মহলের ধারনা ৩য় এসির ভাড়া হবে ৩১০০ টাকা। টু এসির ভাড়া হবে ৩৯০০ টাকা আর ফার্স্ট এসির ভাড়া হবে ৫২০০ টাকা।

Follow Us: