Nicholas Pooran: নিকোলাসের ‘পুরান’ কাহিনি
৭ বছর আগে ছবিটা পুরো অন্যরকম ছিল। ২১ বছর বয়সে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন পুরান। যার ফলে ২টো পা ভেঙে গিয়েছিল এবং তাঁর পায়ে প্লাস্টার করাতে হয়েছিল। পুরান জানান,তিনি অনুশীলন করে বাড়ি ফেরার পথে নিজেই গাড়ি চালাচ্ছিলেন। ২টো গাড়ি রেষারেষি করছিল। সেই সময় পুরানের গাড়িতে এসে অন্য একটি গাড়়ি ধাক্কা মেরেছিল
২০১৬ সালে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন নিকোলাস পুরান। এখন ২২ গজে ৪-৬ এর ফুলঝুরি ফোটাচ্ছেন তিনি। ৭ বছর আগে ছবিটা পুরো অন্যরকম ছিল। ২১ বছর বয়সে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন পুরান। যার ফলে ২টো পা ভেঙে গিয়েছিল এবং তাঁর পায়ে প্লাস্টার করাতে হয়েছিল। পুরান জানান,তিনি অনুশীলন করে বাড়ি ফেরার পথে নিজেই গাড়ি চালাচ্ছিলেন। ২টো গাড়ি রেষারেষি করছিল। সেই সময় পুরানের গাড়িতে এসে অন্য একটি গাড়়ি ধাক্কা মেরেছিল। গাড়ি থেকে ছিটকে যান পুরান এবং অ্যাম্বুলেন্সে করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই দুর্ঘটনায় পুরানের ডান পায়ের গোড়ালি ভেঙেছিল এবং বাঁ-পায়ের পেশিতে গুরুতর চোট পেয়েছিলেন। পুরানের শোচনীয় অবস্থা দেখে চিকিৎসকরা তাঁকে ক্রিকেট ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। এরপর তাঁর ২টি সার্জারি হয়েছিল। তিনি সুস্থ হওয়ার পরে, চিকিৎসকরা জানান, তিনি আবার ২২ গজে ফিরতে পারেন। সেই পুরানই ওয়েস্ট ইন্ডিজের হয়ে বর্তমানে টি-২০ এবং ওডিআই ফর্ম্যাটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। দেশের জার্সিতে ৫৪টি টি-টোয়েন্টি এবং ৭৫টি ওডিআই ম্যাচে যথাক্রমে করেছেন ১৬৩৩ ও ১৪৮৬ রান। ১৬তম আইপিএলে এখনও অবধি ৪টি ম্যাচে খেলে ১৪১ রান করেছেন নিকোলাস পুরান। দিনকয়েক আগে আরসিবির বিরুদ্ধে মাত্র ১৫ বলে হাফসেঞ্চুরি করেন পুরান। চলতি আইপিএলে এটাই সবচেয়ে দ্রুততম হাফসেঞ্চুরি।