AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jisshu Sengupta, Nilanjanaa Sengupta: ‘ধন্যবাদ, এত যন্ত্রণার মধ্যেও আমায়…’ নীলাঞ্জনার পোস্টে যিশুকে খোঁচা?

Jisshu Sengupta, Nilanjanaa Sengupta: ‘ধন্যবাদ, এত যন্ত্রণার মধ্যেও আমায়…’ নীলাঞ্জনার পোস্টে যিশুকে খোঁচা?

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Oct 31, 2024 | 12:03 AM

Share

কিছু দিন আগে পর্যন্ত তাঁদেরকে টলিপাড়ার 'আইডিয়াল কাপল' বলা হত। কিন্তু সময়ের সঙ্গে যেমন অনেক কিছুরই পরিবর্তন হয়। শোনা যাচ্ছে তাঁদের সমীকরণও অনেকটা বদলে গিয়েছে। কথা হচ্ছে যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনার। আবারও একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন অভিনেত্রী। ধন্যবাদ জানিয়ে লিখলেন এত যন্ত্রণার মধ্যেও তিনি অনেক কিছু শিখেছেন।

নীলাঞ্জনার পোস্ট

কিছু দিন আগে পর্যন্ত তাঁদেরকে টলিপাড়ার ‘আইডিয়াল কাপল’ বলা হত। কিন্তু সময়ের সঙ্গে যেমন অনেক কিছুরই পরিবর্তন হয়। শোনা যাচ্ছে তাঁদের সমীকরণও অনেকটা বদলে গিয়েছে। কথা হচ্ছে যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনার। আবারও একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন অভিনেত্রী। ধন্যবাদ জানিয়ে লিখলেন এত যন্ত্রণার মধ্যেও তিনি অনেক কিছু শিখেছেন।

সমস্যায় পরীমণি

গুরুতর অসুস্থ বাংলাদেশি অভিনেত্রী পরীমণির ছেলে পুণ্য। ফেসবুকে পোস্ট করলেন ছেলের একটি ভয়ানক ছবি। যা দেখে শিউরে উঠবে গা। ঠিক কী ঘটেছে তা অবশ্য জানা যায়নি। ছেলের ছবি পোস্ট করলেও তিনি সে ভাবে কিছু লেখেননি। ফলে চিন্তায় নায়িকার অনুরাগীরা।

মিমির উচ্ছ্বাস

কালীপুজোর আগের দিন প্রতিটি বাড়িতে চোদ্দ শাক খাওয়ার রীতি পালন করা হয়। বাড়িতে চোদ্দ প্রদীপ বাড়ির চারিদিকে জ্বালানোরও রীতি রয়েছে। নিয়মে খামতি রাখলেন না মিমি চক্রবর্তী। বারান্দায় নিজে হাতে চাষ করলেন চোদ্দ শাক। পোস্ট করলেন ভিডিয়ো।

অনন্যার প্রাপ্তি

অনন্ত অম্বানীর বিয়ের অনুষ্ঠান থেকেই নাকি তাঁদের বন্ধুত্বের শুরু। তাঁদের ক্রুজ পার্টিতেও দেদার হুল্লোড় করেছেন নাকি তাঁরা অন্দরের খবর এমনটাই কথা হচ্ছে অভিনেত্রী অনন্যা পাণ্ডে এবং তাঁর আলোচিত প্রেমিক প্রাক্তন মডেল ওয়াকার ব্ল্যাঙ্কোর। নায়িকার জন্মদিনে সে কথা স্পষ্ট হয়ে গেল। ইনস্টাগ্রামে পোস্ট করে অনন্যাকে ভালবাসি বলে দিলেন তিনি।

অক্ষয়ের অনুদান

দিওয়ালির আগে নয়া উদ্যোগ নিলেন অভিনেতা অক্ষয় কুমার। অযোধ্যার হনুমানদের খাবারের দায়িত্ব নিলেন খিলাড়ি কুমার। দীপাবলীর আগে ১ কোটি টাকা দিলেন অযোধ্যার হনুমানদের। সেই টাকায় কেনা খাবার পৌঁছে গেল তাদের কাছে। মুহূর্তে ভাইরাল ভিডিয়ো থেকে ছবি।

বিতর্কে যশের ছবি

দক্ষিণী স্টার যশের পরবর্তী ছবি ‘টক্সিক’-এর জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। এই সিনেমা নিয়েই বর্তমানে তুঙ্গে বিতর্ক। ছবির শুটিংয়ের জন্য বেঙ্গালুরুর পেনিয়া এলাকার শতাধিক গাছ কাটা হয়েছে, এমনই দাবি কর্ণাটকের পরিবেশ মন্ত্রী ঈশ্বর ভীমান্না খন্ডরের। ফলে বাতিল হতে পারে শুট।

সাজল মন্নত

সেজে উঠল মন্নত। আর তিনদিন পরই ৫৯-এ পড়তে চলেছেন শাহরুখ খান। তার আগেই দীপাবলি। সব মিলিয়ে এখন সেজে উঠেছে মন্নত। শুক্রবার থেকেই যার সামনে নামবে অনুরাগীদের ঢল। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো।

বিপত্তিতে সিংহম

মুক্তি পেতে না পেতেই ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হল সিংঘম এগেনের টাইটেল ট্র্যাক! নেপথ্যে ভুল ভুলাইয়া ৩ ছবির প্রযোজক টি সিরিজ। কারণ? উক্ত প্রযোজনা সংস্থা কপিরাইট দাবি করেছে। সিংঘম এগেন ছবির টাইটেল ট্র্যাকে কপিরাইট দাবি করল টি সিরিজ। আসল সিংঘম থিম যেটা ২০১১ সালে বানানো হয়েছিল সেটার কিছু অংশ সিংঘম এগেন ছবির টাইটেল ট্র্যাকে রাখা হয়েছে বলেই খবর।

আবারও বিপত্তিতে সলমন

বলিউড সুপারস্টার সলমন খানকে হত্যার হুমকি দেয়া হয়েছে আরও একবার। অজ্ঞাতপরিচয় কলার অভিনেতার কাছ থেকে ২ কোটি টাকা দাবি করে। সলমন খানের কাছে ২ কোটি টাকা দাবি করে মুম্বই পুলিশের ট্র্যাফিক হেল্পলাইন নম্বরে হোয়াটসঅ্যাপে ফের বার্তা পাঠানো হয়েছে। সেই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে ওরলি পুলিশ।

Published on: Oct 30, 2024 11:48 PM