Baruipur News: চম্পাহাটিতে বাজি তৈরি নিষিদ্ধ!

Baruipur News: চম্পাহাটিতে বাজি তৈরি নিষিদ্ধ!

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: May 23, 2023 | 11:17 PM

সোমবার বিকেলে বারুইপুর চাম্পাহাটি- হাড়াল আতশবাজি অ্যাসোসিয়েশনের অফিসে কড়া নির্দেশ দেন এসডিপিও বারুইপুর অতীশ বিশ্বাস ও আইসি বারুইপুর সৌমজিৎ রায়।চাম্পাহাটি হারালে প্রায় তিরিশ হাজার মানুষ এই পেশার সঙ্গে যুক্ত।সোমবার বিকেলর পর থেকেই পুরোপুরি চাম্পাহাটি-হাড়ালে প্রায় দেড়শোটি বাজির দোকান বন্ধ হয়ে গিয়েছে

বারুইপুর চাম্পাহাটি হাড়ালে আগামী দুই মাস বাজি তৈরি, বাজি মজুদ ও বাজি বিক্রি সম্পুর্ন নিষিদ্ধ ঘোষণা করল বারুইপুর জেলা পুলিশ। সোমবার বিকেলে বারুইপুর চাম্পাহাটি- হাড়াল আতশবাজি অ্যাসোসিয়েশনের অফিসে কড়া নির্দেশ দেন এসডিপিও বারুইপুর অতীশ বিশ্বাস ও আইসি বারুইপুর সৌমজিৎ রায়।চাম্পাহাটি হারালে প্রায় তিরিশ হাজার মানুষ এই পেশার সঙ্গে যুক্ত।সোমবার বিকেলর পর থেকেই পুরোপুরি চাম্পাহাটি-হাড়ালে প্রায় দেড়শোটি বাজির দোকান বন্ধ হয়ে গিয়েছে। সোমবার বিকালের পর পুলিশের পক্ষ থেকে এসডিপিও বারইপুর ও আই সি বারুইপুরের নেতৃত্বে ব্যাপক হারে অভিযান চালানো হয়।অভিযানের জেরে বারো হাজার কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করেছে বারুইপুর থানার পুলিশ।তবে ব্যবসায়ীরা প্রশাসনের বার্তা মেনে দোকান,ব্যবসা বন্ধ রেখে সহযোগিতার বার্তা দিয়েছেন।মঙ্গলবার এলাকায় চলছে পুলিশের লাগাতার মাইক প্রচার।