Coromandel Express Derailed: শেষ কথা শুক্রবার বিকেল ৩.২০ তে…
পেটের তাগিদে রাজমিস্ত্রি জোগাড়ের কাজে যাচ্ছিলেন তার এক সঙ্গীকে নিয়ে ওই ট্রেনে চেপে। বিকেল ৩:২০ নাগাদ শেষ বার ভিডিয়ো কলে কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে তারপর আর কথাই হয়নি। বাড়িতে পাঁচ বছরের একটি সন্তান রয়েছে। সফিকের খোঁজে বাড়ি থেকে রওনা দিয়েছেন সফিকের বাড়ির লোকজন
অভিশপ্ত করমন্ডল এক্সপ্রেসে ছিলেন পূর্ব বর্ধমান জেলার বর্ধমান বড়সুলের সফিক কাজি। পেটের তাগিদে রাজমিস্ত্রি জোগাড়ের কাজে যাচ্ছিলেন তার এক সঙ্গীকে নিয়ে ওই ট্রেনে চেপে। বিকেল ৩:২০ নাগাদ শেষ বার ভিডিয়ো কলে কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে তারপর আর কথাই হয়নি। বাড়িতে পাঁচ বছরের একটি সন্তান রয়েছে। সফিকের খোঁজে বাড়ি থেকে রওনা দিয়েছেন সফিকের বাড়ির লোকজন। বাবা উজির কাজি জানান, কাটোয়ার বরমপুরের রাজমিস্ত্রী নুর মহম্মদের সঙ্গে চেন্নাইয়ে রাজমিস্ত্রীর জোগাড়ের কাজে যাচ্ছিলেন সফিক। নুর মহম্মদ আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি। পরিবার জানাচ্ছে, নুরও খোঁজ দিতে পারছে না সফিকের। খোঁজ না মেলায় স্বাভাবিকভাবে দুশ্চিন্তায় গোটা পরিবার।
Latest Videos