Bihar Election Result: মানুষ দুহাত ভরে দেশকে শক্তিশালী করার জন্য মোদীর ওপর আস্থা রেখেছেন, বিহারের নীতীশ কুমারের ওপর আস্থা রেখেছেন। ” লকেট চট্টোপাধ্যায় বললেন, "যতই লক্ষ্মীর ভাণ্ডার দিক, বাংলায় মহিলা-ভোট পাবে না তৃণমূল"। পাল্টা তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, "বাংলার মাটি আলাদা।"