SSC: নেই নাম, ক্ষোভে ফুঁসছেন যোগ্য চাকরিহারা শিক্ষকেরা
সুমন বিশ্বাস, চিন্ময় মণ্ডল, মেহবুব মণ্ডল ও মেয়েদের মধ্যে সঙ্গীতা সাহা। আন্দোলনের অন্যতম মুখ এরা। দিন হোক বা রাত, করুণাময়ীতে বিকাশ ভবনের সামনে সর্বক্ষণই দেখা গিয়েছে এঁদের। অথচ তাঁদের নেই নাম তালিকায়।
শনিবার সন্ধ্যায় প্রকাশিত হল একাদশ-দ্বাদশের নতুন নিয়োগ প্যানেলের ইন্টারভিউ তালিকা। প্রায় ২০ হাজার অধিক প্রার্থী উত্তীর্ণ হয়েছেন এই পরীক্ষায়। নতুন করে চোখের সামনে আলোর দিশা দেখতে পেয়েছেন বহু চাকরি হারানো প্রার্থীই। সুমন বিশ্বাস, চিন্ময় মণ্ডল, মেহবুব মণ্ডল ও মেয়েদের মধ্যে সঙ্গীতা সাহা। আন্দোলনের অন্যতম মুখ এরা। দিন হোক বা রাত, করুণাময়ীতে বিকাশ ভবনের সামনে সর্বক্ষণই দেখা গিয়েছে এঁদের। অথচ তাঁদের নেই নাম তালিকায়।
