Digital Personal Data Protection Act: শপিং মলে আর ফোন নম্বর চাইবে না কেউ, চাইলেই আপনি নিতে পারেন বড় পদক্ষেপ
শপিং মলে কেনাকাটার পর ক্যাশ মেমো পেতে ফোন নম্বর দিতে হয়েছে, রেস্তোরাঁয় টেবিল বুক করতে বা বিল দিতে গিয়ে ওটিপি এসেছে মোবাইলে, এমন পরিস্থিতির মধ্যে পড়েছি আমরা প্রায় সকলেই। না দিলে পরিষেবা দেওয়া হবে না, এমন কথাও শুনতে হয়েছে। তবে এসবের দিন এবার শেষ
শপিং মলে কেনাকাটার পর ক্যাশ মেমো পেতে ফোন নম্বর দিতে হয়েছে, রেস্তোরাঁয় টেবিল বুক করতে বা বিল দিতে গিয়ে ওটিপি এসেছে মোবাইলে, এমন পরিস্থিতির মধ্যে পড়েছি আমরা প্রায় সকলেই। না দিলে পরিষেবা দেওয়া হবে না, এমন কথাও শুনতে হয়েছে। ডিপার্টমেন্টাল স্টোরে পয়েন্ট, ক্যাশব্যাক বা অফারের জন্যও ফোন নম্বর বাধ্যতামূলক হয়ে উঠেছিল।
কিন্তু এই নম্বর দেওয়ার পর ঝুঁকি বাড়ছিল কয়েকগুণ।
১) দোকান বা রেস্তোরাঁ ক্রেতাদের প্রোমোশনাল মেসেজ বা ফোনে বিরক্ত করতে শুরু করে।
২) অনেক সময় সেই নম্বর অন্য সংস্থার কাছে বিক্রি করে দেয়।
৩) ধীরে ধীরে নম্বর চলে যায় জালিয়াতদের হাতে। লিঙ্কে ক্লিক করলেই খালি হয়ে যেতে পারে অ্যাকাউন্ট।
এই বিপদ ঠেকাতেই কেন্দ্রীয় সরকার চূড়ান্ত করল Digital Personal Data Protection Act -এর বিধি। ২০২৩ সালের অগস্টে সংসদে আইন পাস হলেও এতদিন কার্যকর হয়নি, কারণ বিধি তৈরি হয়নি। এবার সেই বিধি তৈরি হয়ে সরকারি গেজেটে প্রকাশের অপেক্ষায়।
বিধি অনুযায়ী—
কোনও দোকান, রেস্তোরাঁ বা পরিষেবা প্রদানকারী খদ্দেরের ফোন নম্বর চাইতে পারবে না।
ফোন নম্বর না দিলে গ্রাহককে পরিষেবা থেকে বঞ্চিত করা যাবে না।
ক্যাশ মেমোর প্রিন্ট আউট বা ই-মেলে রসিদ পাঠাতেই হবে।
নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ফোন নম্বর নেওয়া যাবে, তবে নির্দিষ্ট সময় পর তা ডিলিট করতে হবে।
কতদিন পর নম্বর ডিলিট হবে তা ক্রেতাকে জানাতে হবে।
কাউন্টারে কি-প্যাড বসানো যেতে পারে যাতে ক্রেতা নিজেই নম্বর লিখতে পারেন।
গ্রাহকের ফোন নম্বর বিক্রি করা যাবে না।
নিয়ম না মানলে মোটা জরিমানা হবে।
আইন কার্যকর হলেই গ্রাহকরা সরাসরি চ্যালেঞ্জ করতে পারবেন যদি কোনও দোকান বা রেস্তোরাঁ ফোন নম্বর দিতে বাধ্য করে। সরকারের এই পদক্ষেপে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা অনেকটাই বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে আইন চালু হওয়ার কিছুদিন পরেই বোঝা যাবে সাধারণ মানুষ কতটা সুরাহা পাচ্ছেন।
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না

