Vatican City: বিশ্বের এই দেশে নেই কোনও ধর্মের মানুষ?

Vatican City: বিশ্বের এই দেশে নেই কোনও ধর্মের মানুষ?

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: May 29, 2023 | 2:49 PM

পৃথিবীর ক্ষুদ্রতম দেশ পোপের ভ্যাটিক্যান সিটি। সেখানকার জনসংখ্যা ৪৫৩ জন। দেশের ক্ষেত্রফল মাত্র ৪৪ হেক্টর। ভ্যাটিক্যান সিটি খ্রিস্টানদের পবিত্র ভূমি। এই ভ্যাটিক্যান সিটিতে নেই মুসলিম সহ অন্য কোনও ধর্মাবলম্বী মানুষজন। অন্য কোনও ধর্মের মানুষ এখানে তাঁদের ধর্মীয়স্থলও তৈরি করতে পারেন না। এই দেশের নেই কোনও সেনা বাহিনী

বিশ্বে ২.৪ বিলিয়ন মানুষের ধর্ম ক্রিস্টান। ২ বিলিয়ন মানুষ ইসলাম ধর্মাবলম্বী। হিন্দু ধর্মের মানুষের সংখ্যা ১.২ বিলিয়ন। বৌদ্ধ জনগোষ্ঠী ০.৫ বিলিয়ন। কিন্তু জানলে অবাক হবেন পৃথিবীর প্রায় ৫০ টি দেশে ছড়িয়ে থাকা ২ বিলিয়ন মুসলিমের কেউ থাকেন না এই দেশে। পৃথিবীর ক্ষুদ্রতম দেশ পোপের ভ্যাটিক্যান সিটি। সেখানকার জনসংখ্যা ৪৫৩ জন। দেশের ক্ষেত্রফল মাত্র ৪৪ হেক্টর। ভ্যাটিক্যান সিটি খ্রিস্টানদের পবিত্র ভূমি। এই ভ্যাটিক্যান সিটিতে নেই মুসলিম সহ অন্য কোনও ধর্মাবলম্বী মানুষজন। অন্য কোনও ধর্মের মানুষ এখানে তাঁদের ধর্মীয়স্থলও তৈরি করতে পারেন না। এই দেশের নেই কোনও সেনা বাহিনী। পোপশাসিত এই দেশকে রক্ষার দায়িত্ব ইতালিয়ান সেনার ওপরে। ভ্যাটিক্যান সিটির মতই বেশ কিছু দেশে নেই মুসলিম জনগোষ্ঠী। সেই দেশগুলি বিশ্বের কিছু ছোট ছোট দেশ, দ্বীপ ও দ্বীপপুঞ্জ। নিউ ফকল্যান্ড, সলোমন ও কুক দ্বীপপুঞ্জ, টোকোলো, মোনাকো এবং গ্রিনল্যান্ড। এই দেশগুলিতেও নেই কোনও ইসলাম ধর্মাবলম্বী।