Riddhi Sen On Chandrayaan 3: 'চাঁদ চেনে না লাল-সুবজ', বিস্ফোরক ঋদ্ধি সেন

Riddhi Sen On Chandrayaan 3: ‘চাঁদ চেনে না লাল-সুবজ’, বিস্ফোরক ঋদ্ধি সেন

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Aug 24, 2023 | 9:06 PM

চন্দ্রযান-৩ মিশন সফল, ল্যান্ডার বিক্রম চাঁদের মাটিতে পা রাখতেই তা রঙিন রাজনীতির রঙে। এবার তার বিরুদ্ধে মুখ খুলে অভিনেতা ঋদ্ধি সেন লিখলেন, “বিজ্ঞান কোনও রাজনৈতিক আদর্শ মেনে অগ্রগামী হয় না, চাঁদও চেনে না লাল, সবুজ , গেরুয়া পতাকার রং। তাই গর্বিত বোধ করি আমাদের দেশের কিছু মুক্ত চিন্তার মানুষদের জন্যে ,যারা মহাকাশের সব রং সমান ভাবে দেখেন।”

চন্দ্রযান-৩ রাজনীতিতে না
চন্দ্রযান-৩ মিশন সফল, ল্যান্ডার বিক্রম চাঁদের মাটিতে পা রাখতেই তা রঙিন রাজনীতির রঙে। এবার তার বিরুদ্ধে মুখ খুলে অভিনেতা ঋদ্ধি সেন লিখলেন, “বিজ্ঞান কোনও রাজনৈতিক আদর্শ মেনে অগ্রগামী হয় না, চাঁদও চেনে না লাল, সবুজ , গেরুয়া পতাকার রং। তাই গর্বিত বোধ করি আমাদের দেশের কিছু মুক্ত চিন্তার মানুষদের জন্যে ,যারা মহাকাশের সব রং সমান ভাবে দেখেন।”

গর্বিত অভিনেত্রী
চন্দ্রযান-৩ মিশন সফল হওয়ায় অভিনন্দন জানালেন পাকিস্তানের অভিনেত্রী শেহার শিনওয়ানি। সোশ্যাল মিডিয়ায় পাক প্রসঙ্গ টেনে লিখলেন, “পাকিস্তান এবং ভারতের মধ্যে সবেতেই ব্যবধান এত বেড়ে গিয়েছে যে, আজ ভারত এই পর্যায়, সেখানে পাকিস্তানের পৌঁছতে কয়েক দশক লেগে যাওয়ার কথা। তবে এই পরিস্থিতির জন্য অন্য কেউ নয়, আমরা নিজেরাই দায়ী।”

সীতা হচ্ছেন না আলিয়া
নীতিশ তিওয়ারি পরিচালিত ছবি ‘রামায়ণ’ ছাড়লেন অভিনেত্রী আলিয়া ভাট। রণবীর কাপুর ছবিতে রামের ভূমিকায় অভিনয় করছেন, তবে আলিয়া ভাট এবার সরলেন ছবি থেকে। তারিখ না থাকার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন আলিয়া বলেই সূত্রের খবর।

রবিনা-অক্ষয় জুটি
২০ বছর পর কি তবে কাটল অভিমানের কালো মেঘ? আবারও পর্দায় এক সঙ্গে আসতে চলেছেন অক্ষয় কুমার ও রবিনা ট্যান্ডন? সম্প্রতি বলিউড সূত্রে এমনই খবর ভাইরাল। অন্দরমহলের খবর, ‘ওয়েলকাম ৩’ ছবিতেই নাকি তাঁরা একসঙ্গে কাজ করতে চলেছেন।

বিস্ফোরক আদিল
রাখি সাওয়ান্ত অভিযোগ করেছিলেন, আদিল খান তাঁর নগ্ন ভিডিয়ো মোটা টাকায় বিক্রি করেছেন। এবার প্রকাশ্যে বিস্ফোরক মন্তব্য করলেন রাখির স্বামী আদিল। জানালেন, রাখির কাজই হল নগ্ন ভিডিয়ো শুট করা, এটাই তাঁর পেশা।

রহমানকে অপমান সলমনের!
অস্কার এসেছে তাঁর মুঠোয়। ভারতীয় সঙ্গীতকে তিনি পৌঁছে দিয়েছেন বিশ্বের দরবারে। তাঁর সাফল্যের তালিকা বলে শেষ করা যাবে না। তিনি এ আর রহমান। এ হেন রহমানকেই সলমন খান বললেন, ‘অ্যাভারেজ’! রহমানও চুপ থাকেননি, কেন তিনি সলমনের সঙ্গে কাজ করেন না? এ প্রশ্ন আসতেই এই সিঙ্গার-কম্পোজারের বক্তব্য, “আমি যেরকম ছবি পছন্দ করি, সে রকম ছবি সলমনকে আগে করতে হবে। তখনই ওর সঙ্গে কাজ করতে পারব।”

থাইল্যান্ডে সৌম্য-সন্দীপ্তা
এই মুহূর্তে সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সন্দীপ্তা সেন। সৌম্য নিজেও এক ওটিটি প্ল্যাটফর্মের উচ্চপদস্থ কর্তা। সম্প্রতি তাঁরা ঘুরে এলেন থাইল্যন্ড। সেখান থেকে শেয়ার করলেন একগুচ্ছ ছবি।

জায়গা ফিরে পেল ‘অনুরাগের ছোঁয়া’
বাংলা ধারাবাহিকের টিআরপির তালিকায় গত সপ্তাহে মসনদ হারিয়েছিল ‘অনুরাগের ছোঁয়া’। এই সপ্তাহে যদিও আবারও জায়গা ফিরে পেয়েছে সে। হয়েছে প্রথম। দ্বিতীয় স্থানে রয়েছে ‘জগ্ধদাত্রী’। আর তৃতীয় স্থানে গত বারের মতো এ বারেও রয়েছে ‘ফুলকি’।

শেষ হচ্ছে ‘গৌরী এলো’?
বেশ কিছু দিন ধরেই টেলিপাড়ায় গুঞ্জন, শেষ হচ্ছে একদা জনপ্রিয় ধারাবাহিক ‘গৌরী এলো’। তার বদলে শুরু হবে নতুন ধারাবাহিক। এ প্রসঙ্গে TV9 বাংলা ধারাবাহিকটির কেন্দ্রীয় চরিত্র মোহনা মাইতির সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, “আমিও শুনেছি, কিন্তু যেহেতু এখনও পর্যন্ত আমাদের ফাইনালি কিছু জানানো হয়নি, তাই শিওর হয়ে বলতে পারছি না।”