বিধায়ককেই চেনেন না বিডিও?

Jan 23, 2026 | 7:41 PM

বিধায়কের নেতৃত্বেই তাণ্ডব চলে বলে অভিযোগ ওঠে ইটাহারে। শুনানিকেন্দ্রে সেই অশান্তির ঘটনায় মাত্র ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বিডিও-র দাবি, অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা এই রাজ করেছেন। প্রশ্ন উঠেছে, বিডিও কি বিধায়ক মোশারফ হোসেনকে চেনেন না? কেন তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হল না। আতঙ্কের পরিবেশ বদলায়নি ইটাহারে। স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যাও অনেকটাই কম ইটাহারে।

বিধায়কের নেতৃত্বেই তাণ্ডব চলে বলে অভিযোগ ওঠে ইটাহারে। শুনানিকেন্দ্রে সেই অশান্তির ঘটনায় মাত্র ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বিডিও-র দাবি, অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা এই রাজ করেছেন। প্রশ্ন উঠেছে, বিডিও কি বিধায়ক মোশারফ হোসেনকে চেনেন না? কেন তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হল না। আতঙ্কের পরিবেশ বদলায়নি ইটাহারে। স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যাও অনেকটাই কম ইটাহারে।

চাকুলিয়া, ইটাহার, ফরাক্কার মতো পরপর একই ধরনের ঘটে চলায় প্রশ্ন উঠছে। এটা পরিকল্পিত নয় তো? প্রশ্ন তুলছেন বিরোধীরা। ফরাক্কায় আরও এক বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া সত্ত্বেও কোনও লাভ হয়নি। তাঁর বিরুদ্ধে এখনও কোনও এফআইআর হয়নি।