Bhutan Tour: প্রকাশ্যে চুমু খাওয়া এই দেশে অপরাধ...

Bhutan Tour: প্রকাশ্যে চুমু খাওয়া এই দেশে অপরাধ…

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 07, 2023 | 9:03 PM

Travelling Norms: বৌদ্ধ ও হিন্দু ধর্মের মানুষের বাস ভুটানে। ধর্মীয় অনুষ্ঠানের অসম্মান করা অপরাধ। ভুটানে প্রকাশ্যে ও পাবলিক প্লেসে ধূমপান অপরাধ হিসাবে দেখা হয়। যত্রতত্র আবর্জনা ফেলা আর পরিবেশ দূষণ হয় এমন কাজ করা ভুটানে অপরাধ।

ভুটানে বেড়াতে গেলে কিছু বিষয় মাথায় রাখবেন। এগুলি অবমাননা করলেই শাস্তির কোপে পড়বেন। ভুটানে রাজ পরিবারের অসম্মান করলে কড়া শাস্তি। ভুটানি ও রাজ পরিবারের সদস্যরা বিশেষ পোশাক পরেন। সেই পোশাক নিয়ে উপহাস করার উপরেও কড়া নিষেধাজ্ঞা আছে। প্রকাশ্য স্থানে চুমু খাওয়া সহ যৌন আচরণ ভুটানি আইনে দণ্ডনীয় অপরাধ।

বৌদ্ধ ও হিন্দু ধর্মের মানুষের বাস ভুটানে। ধর্মীয় অনুষ্ঠানের অসম্মান করা অপরাধ। ভুটানে প্রকাশ্যে ও পাবলিক প্লেসে ধূমপান অপরাধ হিসাবে দেখা হয়। যত্রতত্র আবর্জনা ফেলা আর পরিবেশ দূষণ হয় এমন কাজ করা ভুটানে অপরাধ। রাজ পরিবার ও রাজ বাড়ির ছবি তুলতে অনুমতি নিতে হয়। ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা আছে ভুটানে। অসম থেকে ভুটানে রেল লাইন পাতার পরিকল্পনা হয়েছে। এই রেল যোগাযোগের সমস্ত খরচ বহন করবে ভারতীয় রেল।