China Worm Rain: আকাশ থেকে বৃষ্টি না ঝড়ে পড়ছে কেঁচো-কৃমি, চিনের ভিডিয়ো ভাইরাল

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Updated on: Mar 15, 2023 | 5:26 PM

সোশ্যাল মিডিয়ায় ঘটনার একটি ক্লিপ ছড়িয়ে পড়েছে। লিয়াওনিংয়ের রাস্তায় একের পর এক গাড়ি দাঁড়িয়ে রয়েছে,সেগুলির উপরে কৃমি ও কেঁচো কিলবিল করছে। এই ‘কৃমির বৃষ্টি’ থেকে বাঁচতে পথচারীদের দেখা গিয়েছে ছাতা ব্যবহার করতে

সম্প্রতি চিনের লিয়াওনিং প্রদেশে অদ্ভুত এক আবহাওয়া দেখা গিয়েছে। সেখানে আকাশ থেকে বৃষ্টির বদলে কেঁচো এবং কৃমির মতো বস্তু পড়ছিল। সোশ্যাল মিডিয়ায় ঘটনার একটি ক্লিপ ছড়িয়ে পড়েছে। লিয়াওনিংয়ের রাস্তায় একের পর এক গাড়ি দাঁড়িয়ে রয়েছে,সেগুলির উপরে কৃমি ও কেঁচো কিলবিল করছে। এই ‘কৃমির বৃষ্টি’ থেকে বাঁচতে পথচারীদের দেখা গিয়েছে ছাতা ব্যবহার করতে। অনুরূপ আরও একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে,বেজিংয়ের রাস্তায় কৃমির মতো কীট আকাশ থেকে পড়ছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো পোস্ট হওয়ার পর ব্যাপক ভাবে বিতর্ক শুরু হয়েছে। কেউ এই ভিডিয়োর সত্যতা যাচাইয়ের দাবি তুলেছেন। কেউ আবার বলেছেন,এই ধরনের বৃষ্টিকে পশু বৃষ্টি বলা হয়। শেন শেই নামের এক চিনা সাংবাদিক বেজিংয়ের এই কৃমির বৃষ্টি নিয়ে রহস্যের সমাধান করেন। তিনি দাবি করেছেন,যে এই ফুটেজটি ভুয়ো এবং বেজিংয়ের সম্প্রতি কোনও বৃষ্টি হয়নি। এই ধরনের কীটগুলি চিনে মূলত মার্চ মাসেই আসে। চিনে এমন কাণ্ড ঘটলে অস্বাভাকি কিছুই নয়। কৃমিগুলি আদৌ আকাশ থেকেই পড়ছিল কি না,সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla