AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lalu Prasad-Rabri Devi: বাড়িছাড়া হবেন লালু-রাবড়ি?

Lalu Prasad-Rabri Devi: বাড়িছাড়া হবেন লালু-রাবড়ি?

ঈপ্সা চ্যাটার্জী

|

Updated on: Nov 28, 2025 | 5:15 PM

Share

Bihar Politics: স্টেট বিল্ডিং কন্সট্রাকশন ডিপার্টমেন্টের তরফে রাবড়ি দেবীকে পটনার ১০ নম্বর সার্কুলার রোডের বাংলো ফাঁকা করতে বলা হয়েছে। এই সরকারি বাসভবনটি ঠিক মুখ্যমন্ত্রীর বাসভবনের উল্টোদিকে। এর বদলে তাঁকে ৩৯, হারডিঙে রোডের বাংলোয় স্থানান্তরিত হতে বলা হয়েছে, যা বিধানসভার বিরোধী দলনেতার জন্য বরাদ্দ।

বাড়ি ছাড়তে হবে লালু-রাবড়িকে। সরকারি নোটিস এসেছে আরজেডি নেত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী(Rabri Devi)-র কাছে। বিগত প্রায় দুই দশক ধরে তিনি যে সরকারি বাংলোয় বসবাস করছেন, তা ফাঁকা করতে বলা হয়েছে। এদিকে রাবড়ি দেবী বাড়ি ফাঁকা করতে নারাজ। স্টেট বিল্ডিং কন্সট্রাকশন ডিপার্টমেন্টের তরফে রাবড়ি দেবীকে পটনার ১০ নম্বর সার্কুলার রোডের বাংলো ফাঁকা করতে বলা হয়েছে। এই সরকারি বাসভবনটি ঠিক মুখ্যমন্ত্রীর বাসভবনের উল্টোদিকে। এর বদলে তাঁকে ৩৯, হারডিঙে রোডের বাংলোয় স্থানান্তরিত হতে বলা হয়েছে, যা বিধানসভার বিরোধী দলনেতার জন্য বরাদ্দ