Naushad Siddiqui:‘ধমকানো চমকানো মুসলিমদের হাইলাইট করে তৃণমূল’, বললেন নওশাদ
সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স বার্তা নিয়ে আন্তর্জাতিক মঞ্চে ভারতের নতুন কূটনৈতিক পদক্ষেপ— অপারেশন সিঁদুর। এই অভিযানে গঠিত হয়েছে সাতটি সর্বদলীয় প্রতিনিধিদল, যারা বিশ্বের বিভিন্ন দেশে সফরে গিয়ে ভারতের অবস্থান তুলে ধরবেন। মোট ৫৯ জন সাংসদ ও প্রতিনিধি অংশ নিচ্ছেন এই মিশনে। তাঁদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের দুই সাংসদও— একজন বিজেপির, অপরজন তৃণমূলের। তৃণমূলের তরফে ইউসুফ পাঠানের […]
সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স বার্তা নিয়ে আন্তর্জাতিক মঞ্চে ভারতের নতুন কূটনৈতিক পদক্ষেপ— অপারেশন সিঁদুর। এই অভিযানে গঠিত হয়েছে সাতটি সর্বদলীয় প্রতিনিধিদল, যারা বিশ্বের বিভিন্ন দেশে সফরে গিয়ে ভারতের অবস্থান তুলে ধরবেন। মোট ৫৯ জন সাংসদ ও প্রতিনিধি অংশ নিচ্ছেন এই মিশনে। তাঁদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের দুই সাংসদও— একজন বিজেপির, অপরজন তৃণমূলের। তৃণমূলের তরফে ইউসুফ পাঠানের অংশগ্রহণের কথা প্রাথমিকভাবে থাকলেও পরবর্তীতে অভিষেক বন্দোপাধ্যায়ের যাওয়া স্থির হয়েছে। এ নিয়ে ভিন্নমত রাজনৈতিক মহলে। কী বলছেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী? দেখুন ভিডিয়ো
Published on: May 21, 2025 08:15 PM