Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Air India New Servies: এয়ার ইন্ডিয়ায় আসছে নতুন ফিচার!

Air India New Servies: এয়ার ইন্ডিয়ায় আসছে নতুন ফিচার!

আসাদ মল্লিক

|

Updated on: Jun 04, 2023 | 1:33 PM

Air India: এয়ার ইন্ডিয়ার বিমানে আসবে একাধিক পরিষবা। এই নতুন পরিষবার জন্য খরচ হতে পারে প্রায় ৩ হাজার ৩০০ কোটি টাকা। ৬টি ওয়াইড বডি বিমানে পাওয়া যাবে এই পরিষেবা। টাটা ৪০ টি ওয়াইড বডি বিমান নতুন করে তৈরি করার পরিকল্পনা করেছে। বিমানের ভেতরে সুন্দর করে সাজানোর পরিকল্পনা রয়েছে।

এয়ার ইন্ডিয়াতে বিখ্যাত ছিল লাক্সারি ফিচার। এই ফিচার শুরু করেছিল জেআরডি টাটা। এয়ার ইন্ডিয়া আবার ফিরছে টাটার হাতে। তাহলে আবার ফিরতে পারে পুরনো বিলাসিতা। পুরোনো দিনের মত আবার সেই পরিষেবা পাবেন বিমান যাত্রীরা। যাত্রীরাদের দেওয়া হবে ওয়াই-ফাই পরিষেবা বিনামূল্যে। টাটা গোষ্ঠী এয়ার ইন্ডিয়ার বিমানের মালিকানা ফিরে পাওয়ায় বেশ খুশি। বিমানকে নতুন করে সাজাবে টাটা গোষ্ঠী। কিছুদিনের মধ্যেই আসবে এয়ারবাস ওয়াইড বডি A350 বিমান। এই বিমানে থাকবে একাধিক পরিষবা। এই বিমমানে পাবেন ওয়াই-ফাই পরিষেবার সুবিধা তাও আবার বিনামূল্য়ে। অনেক টাকা খরচা করছে টাটা গোষ্ঠী।
এয়ার ইন্ডিয়ার বিমানে আসবে একাধিক পরিষবা। এই নতুন পরিষবার জন্য খরচ হতে পারে প্রায় ৩ হাজার ৩০০ কোটি টাকা। ৬টি ওয়াইড বডি বিমানে পাওয়া যাবে এই পরিষেবা। টাটা ৪০ টি ওয়াইড বডি বিমান নতুন করে তৈরি করার পরিকল্পনা করেছে। বিমানের ভেতরে সুন্দর করে সাজানোর পরিকল্পনা রয়েছে।