AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Reserve Bank Of India: এবার পুলিশের ভূমিকায় RBI!

Reserve Bank Of India: এবার পুলিশের ভূমিকায় RBI!

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Dec 12, 2025 | 1:18 PM

Share

RBI Banking Connect: এতদিন এই ধরনের লেনদেনের তথ্য রিজার্ভ ব্যাঙ্কের কাছে পৌঁছাতে সময় লাগতে এক সপ্তাহ থেকে এক বছর পর্যন্ত। এনপিসিআই ভারত বিল পে-র সিইও জানিয়েছেন, নতুন এই ব্যবস্থা চালু হওয়ায় এখন আর সেই দেরি হবে না।

আপনি অনলাইন ব্যাঙ্কিং করেন নিশ্চয়? মানে নেট ব্যাঙ্কিং বলা হয় যেটাকে সহজ ভাষায়। ইউপিআই, আরটিজিএস, এনইএফটি ইত্যাদি। এবার সেই সবের ক্ষেত্রে একটা বিরাট বদল নিয়ে এল রিজার্ভ ব্যাঙ্ক। এবার চালু হল NPCI Bharay Bill Pay বা NBBL-এর নতুন প্ল্যাটফর্ম ‘Banking Connect’। সহজ কথায় এবার আপনার নেট ব্যাঙ্কিংয়ের লেনদেনে রিয়েল টাইমে নজর রাখবে Reserve Bank Of India। কীভাবে?

এতদিন যে কোনও লেনদেনের তথ্য আরবিআইয়ের কাছে পৌঁছাতে সময় লাগতে এক সপ্তাহ থেকে এক বছর পর্যন্ত। NPCI Bharay Bill Pay-র সিইও জানিয়েছেন, নতুন এই ব্যবস্থা চালু হওয়ায় এখন এই তথ্য পৌঁছে যাবে খুবই দ্রুত। এর ফলে, মূলত ক্রিপ্টোকারেন্সি ও গেমিংয়ের মতো ঝুঁকিপূর্ণ ক্ষেত্রগুলোতে টাকার লেনদেনের উপর রাশ টানা সহজ হবে।

Published on: Dec 12, 2025 01:15 PM