Volkswagen Cycle: সাইকেল বেচবে ফোক্সভাগেন
এবার গাড়ি ছেড়ে কি তাহলে সাইকেল তৈরি করবে ফোক্সভাগেন। সাইকেল তৈরির ব্যবসায় পাড়ি দিতে পন হোল্ডিংস এর সঙ্গে গাঁঠছড়া বেধেছে তারা। দুনিয়া জুড়ে দূষণবিহীন বাহন সাইকেলের জনপ্রিয়তায় এমন পদক্ষেপ ফোক্সভাগেনের।
এবার গাড়ি ছেড়ে কি তাহলে সাইকেল তৈরি করবে ফোক্সভাগেন। সাইকেল তৈরির ব্যবসায় পাড়ি দিতে পন হোল্ডিংস এর সঙ্গে গাঁঠছড়া বেধেছে তারা। দুনিয়া জুড়ে দূষণবিহীন বাহন সাইকেলের জনপ্রিয়তায় এমন পদক্ষেপ ফোক্সভাগেনের। এখনো পর্যন্ত সাইকেল উৎপাদনের ব্যবসায় কোন বড় গাড়ি কোম্পানি আসেনি। এই সুযোগটাকেই কাজে লাগাতে চাইছে ফোক্সভাগেন। ফোক্সভাগেনের গাড়ি দুনিয়া জুড়ে খ্যাত। জার্মান কার প্রস্তুতকারকের ব্র্যান্ড সমাদৃত আমেরিকা, ইউরোপ, আফ্রিকা ও এশিয়ায়।
জানা যাচ্ছে পন হোল্ডিংসের সঙ্গে মিলে ইলেকট্রিক বাই সাইকেল তৈরি করবে ফোক্সভাগেন। পনের ৪৯% স্টেক কিনেছে ফোক্সভাগেন। সারা দুনিয়ায় কমে আসছে পেট্রো জ্বালানির পরিমাণ। মানুষ সাইকেলের দিকে ঝুঁকছে। নেদারল্যান্ডস, ডেনমার্ক, সুইডেন, ফ্রান্স ইতালি, জাপান, চিন সাইকেলকে পরিবহনের মাধ্যম হিসাবে বেছে নিচ্ছে। প্রাথমিকভাবে ইউরোপ ও আমেরিকাকে বাজার হিসাবে বেছে নিয়েছে তারা। সাইকেল বিক্রি করবে ফোক্সভাগেন ফিনান্সিয়াল সার্ভিস। পন হোল্ডিংসের ই সাইকেল বাজার জার্মানি, নেদারল্যান্ডস, সুইডেন, বেলজিয়াম, অস্ট্রিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। প্রায় ৬৫,০০০ সংস্থার ৬ লক্ষ কর্মচারীকে ই বাইক বিক্রি করেছে পন হোল্ডিংস। এর মধ্যে ৯০% ইলেকট্রিক সাইকেল। পন হোল্ডিংসের ৮,০০০ ডিলার আছে। বোঝাই যাচ্ছে সাইকেলের চাহিদা কেমন। তাই ফোক্সভাগেন হাত মেলাল এই ব্র্যান্ডের সঙ্গে।